Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জিটিএ নির্বাচনের দিন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন

দার্জিলিং পাহাড়ে ভোটের সঙ্গে সমতল শিলিগুড়িতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হতে চলেছে। আগামী মাসের ২৬ জুন একদিকে জিটিএ নির্বাচন অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনমব্বলম মহকুমা প…

 


 দার্জিলিং পাহাড়ে ভোটের সঙ্গে সমতল শিলিগুড়িতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হতে চলেছে। আগামী মাসের ২৬ জুন একদিকে জিটিএ নির্বাচন অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনমব্বলম মহকুমা পরিষদ নির্বাচনে নির্ঘন্ট ঘোষনা করেন। এই বিষয় নিয়ে বুধবার রাজ্যের সরাষ্ট্রসচীব রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেন। বৃহস্পতিবার মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে সর্বদকীয় বৈঠক করেন জেলা শাসক। বৈঠক শেষে নির্ঘন্ট ঘোষনা করেন জেলাশাসক। এদিকে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে বামেদের ভরাডুবির পর শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে গতবারের জয়ের ধারা বজায় রাখতে তৎপর বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী মহকুমা পরিষদ নির্বাচনে বামেরা প্রস্তুত বলে জানান তিনি। তবে তার মতে বিরোধীরা যাতে হৈহৈ করে প্রচার করতে না পারে তার জন্য ওপেন অ্যান্ড শর্ট কেস করে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এদিকে মহকুমা পরিষদ নির্বাচনে বাম -কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান এখন একটা বৈঠক হয়েছে রাতে আবার বৈঠক হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা শাসক এস পুনমবল্লম জানান, "মহকুমা পরিষদে ৯ টা আসন রয়েছে। চারটা পঞ্চায়েত সমিতির জন্য রয়েছে ৬৬ টী আসন, ২২ টা গ্রাম পঞ্চায়েতে জন্য ৪৬২টি আসন রয়েছে। পোলিং স্টেশান রয়েছে ৬৬৭টি। শুক্রবার থেকে নমিনেশান শুরু হবে। পাবলিক নোটিশও শুক্রবার জারি করা হবে। জুন মাসের ২ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। স্ক্রুটুনি ৪ তারিখ। প্রত্যাহার ৭ তারিখ। নির্বাচন ২৬ জুন। ফল গননার দিন পরে জানিয়ে দেওয়া হবে। ভোট কর্মীদের ২, ৩ ও ৪ তারিখ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে। ৬ হাজার টি কেন্দ্রের জন্য ভোট কর্মী নিযুক্ত হবে। যে কেন্দ্রে ভোট হবে সেই কেন্দ্রের বাসিন্দারা সেই কেন্দ্রের ভোট কর্মী হতে পারবে না। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর থেকে কিছু কর্মী নেওয়া হবে। তবে প্রয়োজন পড়লে তাদের ব্যবহার করা হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনের জন্য বিডিও অফিসে মনোনয়ন জমা হবে। মহকুমা পরিষদের ক্ষেত্রে মহকুমা শাসকের দপ্তরে জমা নেওয়া হবে। তবে রবিবার বা কোনো ছুটির দিন মনোনয়ন জমা নেওয়া হবে না। ডিসিআরসি ও ভোট গননা কেন্দ্রের মধ্যে মাটিগাড়ার ক্ষেত্রে নরসিংহ বিদ্যাপিঠ, নকশালবাড়ির ক্ষেত্রে হাতিঘিষা হাই স্কুল। ফাঁসিদেওয়ার জন্য ফাসিদেওয়া হাই স্কুল, খড়িবাড়ি জন্য খড়িবাড়ি হাই স্কুল। ইভিএমে ভোট হবে। "