Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে বেসরকারি নার্সিংহোমে অনুষ্ঠানে এসে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ডাক্তার কুনাল সরকার

তমলুকে বেসরকারি নার্সিংহোমে অনুষ্ঠানে এসে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ডাক্তার কুনাল সরকার ডক্টর সরকার  বললেন সরকারের কীর্তন এর গান গাওয়া থেকেও দোহার কি দল ভারী হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরে দাঁড়িয়ে স্বাস্থ্…

 


তমলুকে বেসরকারি নার্সিংহোমে অনুষ্ঠানে এসে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ডাক্তার কুনাল সরকার

 ডক্টর সরকার  বললেন সরকারের কীর্তন এর গান গাওয়া থেকেও দোহার কি দল ভারী হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নার্সিংহোমের বিরুদ্ধে ঠিক কথা বলেননি। আমরা যদি সব মেনে নেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোনো সমস্যা নেই তার থেকে মিথ্যা কথা আর কিছু হতে পারে না।উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এটার শাশুড়ি বৌমা সিরিয়াল হচ্ছে না আপনি দু মিনিট সময় দিন ভালো করে বিষয়টা দেখুন। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে স্বাস্থ্য দপ্তরের অভিজ্ঞতা কম। মুখ্যমন্ত্রী চাইছেন কিন্তু তার দপ্তর ঠিকমতন দেখভাল করছে না। মুখ্যমন্ত্রীর মতন দায়িত্বশীল লোক তিনি বলছেন থানায় গিয়ে এফআইআর করুন। আপনি কি চাইছেন 65 থেকে 75 এর ইন্ডাস্ট্রিয়াল অরাজকতা তৈরি হোক পশ্চিম বাংলার বুকে। মেদিনীপুরে আছে নাকি জানিনা হাওড়ায় দেখবেন,আসানসোলে দেখবেন, যাদবপুরের হেঁটে দেখবেন পশ্চিমবঙ্গে যা ইন্ডাস্ট্রির আছে তার থেকেও ইন্ডাস্ট্রিয়ালের কঙ্কাল বেশি আছে। সেগুলো তৈরি হয়েছিল কিভাবে। যেই কোম্পানির লাভ নেই তার গলা টিপে ঘাড়ের উপর বসে বলেছিলেন 20% বোনাস দাও আজকে সেই মরচে ধরা দাগগুলো শুকাচ্ছে। আশা করি সেই তান্ডব নৃত্য হেলথকেয়ার দেখতে চান না। নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন ডাক্তার কুনাল সরকার।