Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি

তমলুকঃ প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর । বুধবার বিকেলে তমলুক জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গলায় ক্যানসার আক্রান্ত হয়ে দীর্…



তমলুকঃ প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর । বুধবার বিকেলে তমলুক জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গলায় ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অসুস্থ শরীর নিয়ে আজও জেলা পরিষদে আসেন। দুপুর ৩ টে নাগাদ অসুস্থ বোধ করেন। আচমকাই তাঁর অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে তমলুক জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি দিঘার পদিমা গ্রামের বাসিন্দা। দেবব্রতর পরিবারে তাঁর স্ত্রী ও এক ছেলে বর্তমান।


এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। দীর্ঘ ১৫ বছর রামনগর ১ ব্লকের সভাপতি ছিলেন দেবব্রত। সেখানে তাঁর কর্মকান্ড ব্যাপক সাড়া ফেলে। সেই সময় সেরা ব্লকের শিরোপা জিতেছিল রামনগর ১ ব্লক। এরপর দেবব্রতকে জেলা পরিষদের আনা হয়। প্রথমে তিনি ছিলেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এরপর তিনি সরাসরি জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেন।


রাজনীতিবিদ হিসেবে দেবব্রত বরাবরই নরম স্বভাবের মানুষ ছিলেন। 

সূত্রের খবর, দেবব্রত দীর্ঘদিন ধরেই গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন। মাঝে বেশ কিছু সময় চিকিৎসার জন্য ভীনরাজ্যে কাটিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত এই মারণ রোগের কাছে আত্মসমর্পণ করতে হল তাঁকে। অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসেন 

রাজ্যের  মৎস্য মন্ত্রী অখিল গিরি, সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই জেলায় নেমে এসেছে শোকের ছায়া।