Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অযোগ্য রাস্তা মেরামতের দাবিতে এবার পথে বামেরা, কোলাঘাট প্রশাসনের আশ্বাস দ্রুত কাজ শুরু হবে

বাবলু বন্দ্যোপাধ্যায়।        কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের  দেউলিয়া খন্যাডিহি  রাস্তা সংস্কারের দাবিতে এবার পথে নামল কোলাঘাট বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।  বৃহস্পতিবার  কোলাঘাটের  পুলশিটায়  অফিস টাইমে পথ অবরোধ করার…



বাবলু বন্দ্যোপাধ্যায়।        কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের  দেউলিয়া খন্যাডিহি  রাস্তা সংস্কারের দাবিতে এবার পথে নামল কোলাঘাট বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।  বৃহস্পতিবার  কোলাঘাটের  পুলশিটায়  অফিস টাইমে পথ অবরোধ করার মধ্য দিয়ে প্রশাসনের কাছে বার্তা দিল,  বর্ষার আগেই এই রাস্তা সংস্কার না করা হলে সাধারণ মানুষ থেকে শুরু করে  বিস্তীর্ণ এলাকার প্রধান কৃষিজ পণ্য উৎপাদনকারী কৃষকদের স্বার্থে ঘন্টার পর ঘন্টা পথ অবরোধ করে  আন্দোলনকে আরো প্রসারিত করা হবে। কোলাঘাট ব্লকের মধ্যে এই রাস্তাটির গুরুত্ব  অনেক। রাজ্যের সর্ববৃহৎ ফুল বাজার কোলাঘাট ও দেউলিয়া আসার জন্য এই রাস্তাই ব্যবহার করতে হয়  কৃষকদের। বেশ কয়েকটি হাই স্কুল থেকে শুরু করে সরকারী অফিস এই  রাস্তার মধ্যেই পড়ে। উল্লেখ করা যায় বাম আমলে এই রাস্তাটি একবার পূর্ণ সংস্কার করা হয়েছিল ,তারপর থেকে আর কোনো সংস্কার করা হয়নি।  তালিতাপ্পা দিয়ে বছরের পর বছর  প্রশাসন  চালিয়ে দিচ্ছে এই রাস্তাটি। এলাকার জনগণ পূর্ণ সংস্কারের আশ্বাস দিয়ে আসছে।  আজকের এই কর্মসূচিতে বাম নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোলাঘাট এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ রাউত, মৃত্যুঞ্জয় পাত্র, বিকাশ চৌধুরী,  উমা ঘোড়ই  প্রমূখ নেতৃত্ব।  নেতৃত্বরা জানান অবরোধ চলাকালীন গণস্বাক্ষরের যে কর্মসূচি নেওয়া হয়েছিল  কোলাঘাট ব্লক প্রশাসন ও কোলাঘাট থানায় তা তুলে দেওয়া হবে। প্রশাসন সূত্রের খবর  পূর্ত দপ্তর ইতিমধ্যে এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছে। বর্ষার আগেই কাজ  শুরু করা হবে। তবে নির্দিষ্ট কবে থেকে কাজ শুরু হবে তার কোনো কথা প্রশাসন মারফত পাওয়া যায়নি। অফিস টাইমে রাজ্য সরকারের এই রাস্তা অবরোধের ফলে পথচলতি মানুষ থেকে  অফিস কর্মচারীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।