Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#পিশাচ_মন্ত্র#প্রশান্ত_মুখার্জ্জী
আকাশের উজ্জ্বল নক্ষত্রের আলোয়, শতাব্দী প্রাচীন ঈশ্বর মূর্তির আড়ালে, এক ভণ্ড কাপালিক করে চলেছে পিশাচিনীর আরাধনা.! প্রদীপের টিমটিম শিখায় আহুতি দিচ্ছে মানবিকতার..!
তাঁর অনামিকায় কুমকুম বিন্দু, তিলক লে…

 


#পিশাচ_মন্ত্র

#প্রশান্ত_মুখার্জ্জী


আকাশের উজ্জ্বল নক্ষত্রের আলোয়, শতাব্দী প্রাচীন ঈশ্বর মূর্তির আড়ালে, এক ভণ্ড কাপালিক করে চলেছে পিশাচিনীর আরাধনা.! প্রদীপের টিমটিম শিখায় আহুতি দিচ্ছে মানবিকতার..!


তাঁর অনামিকায় কুমকুম বিন্দু, তিলক লেপন চলছে অন্ধবিশ্বাসে আবদ্ধ হওয়া নারী পুরুষের কপালে। কাপালিকের ভণ্ডামির সাক্ষী বেশকিছু নেপোর দল.! মৃত্যুপুরীতে চলছে উল্লাস..!


বলী হচ্ছে চেতনাহীন সমাজ.! ভালোবাসার দ্রাঘিমা রেখা ছাড়িয়ে বন্ধুত্ব বদলাচ্ছে ঘৃণায়.! বলীরেখার প্রহরী কিছু বুলি বলা সারমেয়.! শুধুমাত্র কাপালিকের শেখানো বুলি বলে এরা..!


সারমেয়রা এক টুকরো পোড়া মাংস অথবা নিবেদিত কারন-সুধায় খুশি হয়ে বলে ওঠে, অতি উত্তম অতি উত্তম..! জয় হোক পিশাচিনীর, তাঁদের মুখেও ক্রমশই উচ্চারিত হতে থাকে পিশাচ মন্ত্র..!


আমি এক অতল মহাসাগর, আমার ভ্রমণ এ বিশ্ব চরাচরে। কোনো এক দুর্ভিক্ষের সময় ভণ্ড কাপালিক ও পিশাচিনীকে ঠাঁই দিয়েছিলাম আমার দ্বীপে..! তাই মনে মনে আজও ঋণী তাঁরা।


সেই ঋণ ভুলতে পারেনি পিশাচিনী, মাঝেমাঝে লবণ চাঁটতে আসে আমার জলাভূমিতে.! শেষ রাতে কাপালিকও আসে প্রদীপ প্রজ্বলনের তেল সংগ্রহে..! আমার গভীর জলরাশি অনুমেয় তাঁদের..!


কিন্তু পৃথিবী বোঝেনা ভণ্ডের ভণ্ডামি, পিশাচিনীর ছলনা.! পিশাচ মন্ত্রে দীক্ষিত সমাজ, প্রতিনিয়ত জয়ধ্বনি দিয়ে ওঠে তাঁদের.! মাঝেমাঝে তাজা রক্তের অভাবে শরীর বদলায় পিশাচিনী..! 


ভণ্ড কাপালিক মন্ত্রবলে বশীভূত করে কামিনীদের, রাতের অন্ধকারে কিছু রক্ত পিপাসু শৃগাল প্রস্তুত করে বলী-শয‍্যা.! প্রভুর আদেশে বলী রেখায় নিদ্রাহীন পাহারা দেয় ভুখা সারমেয়র দল..!


(ছবি সংগৃহীত) 04/05/22. ✍ প্রশান্ত.....