Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

এসো হে বিদ্রোহী~~~~~~~~~~~হে বিদ্রোহী কবি, তুমি পরো যুদ্ধসাজতব প্রিয় বাঙালীর, বড় দুর্দশা আজ।দুর্নিবার বিদ্রোহের আজ বড় প্রয়োজন,মথিত মন্ত্রে দ্রোহ চিত্তে করো আয়োজন।
প্রিয়, বঙ্গ মেরুদন্ড বেঁকে গেছে আজ,বিপ্লবী তুমি সত্য মন্ত্রে …

 


এসো হে বিদ্রোহী

~~~~~~~~~~~

হে বিদ্রোহী কবি, তুমি পরো যুদ্ধসাজ

তব প্রিয় বাঙালীর, বড় দুর্দশা আজ।

দুর্নিবার বিদ্রোহের আজ বড় প্রয়োজন,

মথিত মন্ত্রে দ্রোহ চিত্তে করো আয়োজন।


প্রিয়, বঙ্গ মেরুদন্ড বেঁকে গেছে আজ,

বিপ্লবী তুমি সত্য মন্ত্রে হ‌ও হে দরাজ।

বিশ্ব শোষিতের শাসন ত্রাসন, বিপ্লব চেতনা,

মানবিকতার বসন ভূষণ বিদ্রোহ ঘোষনা।


সাম্যবাদের কবি, তুমি বাজাও মহা বিপ্লব তূর্য্য;

তব মন্ত্রে দীক্ষিত সবে আজ উদিবে রক্তিম সূর্য্য।

যত অন্যায় অত্যাচারের তুমি যে মহা ভয়,

নরকের চিতায় জ্বেলেছ অগ্নিকুন্ড মহালয়। 

 

বিষবাঁশীর সুরে ফুৎকারে যাক উড়ে যতসব মারিভয়,

হে ধূমকেতু পাক দিয়ে ধরো, জরা খরা প্লাবন প্রলয়।

বিশ্ব মানব ধর্মপাতে, হোক নিঃশেষ সব জাতপাত ;

জাতের নামে বজ্জাতি যত, তুড়ি দিয়ে কর উৎখাত।


সাম্প্রদায়িকতার ভেদ নীতিতে, তুমি সোচ্চার সদাই,

খ্রীষ্টান হিঁদু শিখ মুসলিম আজ বলো সবে ভাই ভাই।

নারী জাতি আজ অত্যাচারে মথিতা ধর্ষিতা মৃতা;

রক্তাম্বরী রণচন্ডী খড়্গধারণে জ্বলবে কাল চিতা।


ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে নজরুল ভাই,

দ্যাখ নরকের অসুর পালায়, সামাল সামাল সামাল তাই।

এসো হে বিদ্রোহী, ঝঙ্কৃত হোক তোমার অগ্নিবীণা,

নবকেতনের উড়িয়ে ধ্বজা দাও জয়ধ্বনির হানা।।

                *********************

© gautam ghosh