Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#শিরোনাম_বিদ্রোহ_আজ_ডাস্টবিনেও#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#তারিখ_২৭_০৫_২০২২_ইং            ----------------- বিদ্রোহ আজ; বিদ্রোহ আজ; বিদ্রোহ আজ; প্রতিটি চিন্তায়,বিদ্রোহের আঁচ লেগেছে তাই আজ পাহাড়েরও ঝঞ্ঝায়।বিদ্রো…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#শিরোনাম_বিদ্রোহ_আজ_ডাস্টবিনেও

#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত

#তারিখ_২৭_০৫_২০২২_ইং

            ----------------- 

বিদ্রোহ আজ; বিদ্রোহ আজ; বিদ্রোহ আজ; প্রতিটি চিন্তায়,

বিদ্রোহের আঁচ লেগেছে তাই আজ পাহাড়েরও ঝঞ্ঝায়।

বিদ্রোহ আজ আপামর জনতায়; স্রোতের উজান ভাটায়,

সুনামীর ভয়ে বিদ্রোহ আজ ধরনীর 'পরে ঘনঘোর বরষায়।

বিদ্রোহ আজ লেগে আছে ভাই অরুণ বরুণ চাঁদের শোভারও গা'য়,

বিদ্রোহ আজ তাই নিত্য সঙ্গী শিক্ষিত যুবক যুবতী বেকারেরও ঝোলায়।

বিদ্রোহ আজ আপন চিন্তনে আপন মননে জাগ্রত ধ্যানের নিত্য জাগরণে,

বিদ্রোহ আজ ঘরে বাহিরে সমাজের প্রতিটি নক্সায় রূপবাহারি চিত্রাঙ্গনে।

বিদ্রোহ আজ সাদাকালো উঁচু নিচু জাত ভেদাভেদে; ধর্মে ধর্মে বর্ণে বর্ণে,

বিদ্রোহ আজ মানুষে মানুষে শ্বাপদে শ্বাপদে উন্মুক্ত ঐ ডাস্টবিনে।

বিদ্রোহ আজ বাঁচার অধিকারের মুক্তির উপনয়নে শিকল ভাঙ্গার জীবন চেতনে,

বিদ্রোহ আজ রন্ধ্রে রন্ধ্রে প্রাচুর্যের মননে; বিলাসিতার অমোঘ কাননে।

বিদ্রোহ আজ ভাষার তত্ত্বে ঘটি বাটি বাঙাল বৈষম্যের এই কালান্তক সঘনে,

অবিজ্ঞের সঞ্চালনে জ্ঞানের তত্ত্ব উলঙ্ঘন --- তাই বিদ্রোহ আজ প্রাজ্ঞ মননে।

বিদ্রোহ আজ অসামঞ্জস্য পরিসেবায় এমনকি বাসে ট্রেনে নিত্য পরিবহনে,

বিদ্রোহ আজ বুভুক্ষুর দেবালয়ে---সর্বত্রই শুধু চাওয়া পাওয়ার এক বিরল ব্যবধানে।

বিদ্রোহ আজ রাজশক্তির অন্দর মহলে--- ক্ষমতার দাপদাপানিতে,

বিদ্রোহ আজ প্রলোভনে-- বিশ্বায়নের উষ্ণায়নে নিত্য টাকার লুটপাটিতে।

বিদ্রোহ আজ রাষ্ট্রে রাষ্ট্রে সন্ত্রাস দমন অজুহাতে সামরিক শক্তির প্রর্দশনে,

বিদ্রোহ আজ অপরিহার্য এমনকি স্ত্রী কন্যা পরিজন সমাহারে সংসার যাপনে।