Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপন.... 
সেই গাছটা.......গাছটা  বাড়িটার মতই পুরনোঅথবা তার থেকেও এক দুই দশক বেশি ই বা,খিড়কি  পুকুরে ছায়া ফেলেস্থির কাটিয়েছে কতগুলো  কালের পথ।
ঐ বাড়িটা তার গল্পগুলো বুকের ভেতর জমিয়েআজও দাঁড়িয়ে  আছেসুখ,দুঃখ  ব্যাথার …

 


সৃষ্টি  সাহিত্য  যাপন.... 


সেই গাছটা.......

গাছটা  বাড়িটার মতই পুরনো

অথবা তার থেকেও এক দুই দশক বেশি ই বা

,খিড়কি  পুকুরে ছায়া ফেলে

স্থির কাটিয়েছে কতগুলো  কালের পথ।


ঐ বাড়িটা তার গল্পগুলো বুকের ভেতর জমিয়ে

আজও দাঁড়িয়ে  আছে

সুখ,দুঃখ  ব্যাথার বরফ সব,সব জমিয়ে রেখেছে।


সেই যে টুকটুকে লাল বছর পনেরোর বউটা

যাকে একদিন  তার প্রিয়জনেরা লাশ বানিয়ে

ফেলে দিলো  এই পুকুরে

সাক্ষী  ছিল গাছটা, কিন্তু নীরব,বড়ো অসহায়


তারপর প্রজন্ম কেটে গেলো

এ বাড়ির রূপবতী কন্যা

মন দিলো এক রাখালিয়া বাঁশির সুরে

সেও তারই তরু তলে দাঁড়িয়ে। 

তাদের অপ্রয়োজনীয়  গুণগুণানিতে

ভরে  উঠতো গাছটার বুক।


একদিন  সেই সুর কোথায় হারিয়ে গেলো

রাজকন্যাকে নিয়ে গেলো অন্য এক রাজপুত্র 

যাবার আগে গাছটাকে জড়িয়ে বড়ো কেঁদে ছিলো মেয়েটা।


তারপর আরো কত,

কতগল্প,কবিতা, উপন্যাস

গড়েছে ভেঙেছে  মিশে গেছে অতলে

গাছটা সব দেখেছে


গাছটা সব দেখেছে

আরো কত দেখবার

অমোঘ  বিধান মাথায় নিয়ে

ঠায় দাঁড়িয়ে আছে

খিড়কি পুকুরে  ছায়া ফেলে

নিয়তির মত।।

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ কৌশিকী (২৩/৬/২২)