Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: আঁতুড়ঘরকলমে: সঙ্গীতা মুখার্জীতাং: ২৩/০৬/২২
বিশ্বাসের সীমানায়......
লক্ষ্য ভেদ হওয়া এক বুক স্বপ্ন
একটা ভয়........
একটা যন্ত্রণা.......
কালের কক্ষপথ পেরিয়েও
উল্কাপিণ্ডের মতো ধেয়ে আসে। 
নিস্তব্ধ দুপুর…

 


দৈনিক সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম: আঁতুড়ঘর

কলমে: সঙ্গীতা মুখার্জী

তাং: ২৩/০৬/২২


বিশ্বাসের সীমানায়......


লক্ষ্য ভেদ হওয়া এক বুক স্বপ্ন


একটা ভয়........


একটা যন্ত্রণা.......


কালের কক্ষপথ পেরিয়েও


উল্কাপিণ্ডের মতো ধেয়ে আসে। 


নিস্তব্ধ দুপুর ছিলো


নিঃসঙ্গ মুহুর্তে তুমি


আমার হাত চিরসঙ্গী ছিলো


তবুও....... 


উন্মত্ত খেলায় অশান্ত তুমি। 


সেই মেয়েটি সেদিন ধর্ষিতা


নাকি প্রেমের ফসল? 


একটা প্রশ্ন


একটা নিস্তব্ধতা


আলো ঝলসানো দিনেও নিকষ অন্ধকার


তড়িৎ বেগে ভালোবাসার পতন। 


বোধশক্তি লোপ নাকি দ্বৈত চরিত্র? 


নাকি সব পুরুষ এমন হয়? 


দোষারোপের ঘোর কাটিয়ে বিবেকের আয়নায়


ভাস্বর জন্মদাতার মুখ


না সব পুরুষ সমান নয়। 


নিশ্চুপ অভিমান


অভ্যন্তরে জ্বলন্ত আক্ষেপ


আজন্ম মুখোমুখি হওয়ার তীব্র তিক্ততা


সূত্রপাত সম্পর্কের কাটাকুটি খেলার


স্মৃতির জন্মলগ্ন বেয়ে উঠে আসে


একটুকরো ঘৃণা।।


©️রা@@ল