Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তুমি আছো 
রূপবিলাস মণ্ডল ২৪ ০৬ ২০২২
ভাবছি আর ভাবব নাতবু প্রতি নিয়ত ভাবা‌ও আমাকে ,হতভাগিনী মা যেমনতার সন্তানের জন্য হাপুস নয়নে পথ চেয়ে বসে থাকে ,আর দূরে প্রতীয়মান প্রতিটি পথিককে তার সন্তান ভেবে ভুল করে। তোমার জন্য অনেক স্বপ্ন আর স্ব…

 


তুমি আছো 


রূপবিলাস মণ্ডল 

২৪ ০৬ ২০২২


ভাবছি আর ভাবব না

তবু প্রতি নিয়ত ভাবা‌ও আমাকে ,

হতভাগিনী মা যেমন

তার সন্তানের জন্য 

হাপুস নয়নে পথ চেয়ে বসে থাকে ,

আর দূরে প্রতীয়মান প্রতিটি পথিককে

 তার সন্তান ভেবে ভুল করে। 

তোমার জন্য অনেক স্বপ্ন আর 

স্বপ্ন ভঙ্গের ইতিহাস রচনা করেছি। 

আমার বুকের ভেতর থেকে চলে গেছে

সুদীর্ঘ রিক্ত পথ যুগান্তের দিকে,

সময়ের শুকনো পাতায় ঢাকা

প্রাগৈতিহাসিক সমাধিক্ষেত্রের মতো। 


মাঝে মাঝে ভাবি ,তুমি নেই, 

আর ভাববো না-- প্রতিজ্ঞা করি আর  ভাঙি। 

প্রতিটি  দীর্ঘশ্বাসের ভেতর তোমার অনুরণন,

তুমি  ভেতর থেকে হেঁটে যাচ্ছ

আর আমি বাহিরে তাকিয়ে আছি নির্নিমেষ।

এ কেমন খেলা, এমন কেন হয়? 

তুমি সামনে আসলে আমার শির 

উত্তুঙ্গ পর্বতমালার মতো উঁচু হয়ে যেত ,

বাঁধ ভাঙা বন্যা ছড়িয়ে পড়ত ভেতরে  বাহিরে। 


ভাবছি আর ভাবব না তোমায় নিয়ে,

আর কাঁদব না  ,আর ভাঙব না ,

আর মিশে যাব না , আর ভেসে যাব না 

আর হারিয়ে যাব না ,কিন্তু পারি ক‌ই। 


আমার আমি আমাকে ছেড়ে

 খুঁজতে যায় তোমাকে। 

গ্রীষ্মের দাবদাহে খুঁজি  ছায়া ,

বর্ষায় খুঁজি  মেঘলা আকাশ ,

শীতে তোমার উষ্ণতায় বাঁচতে চাই,

আর বসন্তে রাঙাতে চাই নির্মোহ আবিরে।

 কাচের টুকরোর মতো প্রত্যাশা 

আমার অস্তিত্বে বিঁধে থাকে ,

বুঝতে পারি তুমি আছো, নিশ্চয় আছো ।

আমার গহন অরণ্যানীর মধ্যে ,

আমার সমুদ্রে ,আমার আকাশে।


কখনো কখনো আমার অনুভব থেকে

ছিটকে বেরিয়ে আসছ হরেক চিত্রকল্পে

ছত্রে ছত্রে বিচ্ছুরিত হচ্ছে শব্দ ছন্দ অলংকার।

তুমি আছো নিশ্চিত আছো

শাশ্বত সত্যের মতো,আগুনের মতো, 

জলের মতো ,বাতাসের মতো --

আমার আত্মার ভেতর।