Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম ঃ যখন যেমন কলমে ঃ উৎপল মুখার্জিতাং     ঃ 22/06/22...*****************************ঝিরঝির শব্দে মর্মর আর্তনাদের থেমে গেছে সুর দিগন্ত অপবাদের।    পাশবিক লীলা জীবন বাঁচাতে ভ্রমে    আকাশের গর্জন প্রবল তেজ ম…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম ঃ যখন যেমন 

কলমে ঃ উৎপল মুখার্জি

তাং     ঃ 22/06/22...

*****************************

ঝিরঝির শব্দে মর্মর আর্তনাদের

 থেমে গেছে সুর দিগন্ত অপবাদের। 

   পাশবিক লীলা জীবন বাঁচাতে ভ্রমে

    আকাশের গর্জন প্রবল তেজ মর্মে ।

   তুমি তখন কোথায় ছিলে খুঁজি ঝোঁকে।

    কেহ ই আসেনি পারেনি থামাতে শোকে।

        ওরাই এলো বলে জলন্ত বাণীর চাক্।


   মানবী আমি পড়ে আছি অদ্ভুত ইজ্জতে ।

     মাগো তুমি ছাড়া আপন কেহ নাহি তটে,

       সোহাগের মায়া করে অনেক স্বার্থ পর,

      জান্তব খিদে ছিল না তাদের আছে রব।

   দাও ফিরিয়ে সোহাগী  বর্ণালী প্রেমের সব। 


  আমরা মানব নাহি সৃষ্টে  অভাবী জীবন, 

    তরু সারি র আশ্রয়ে মনে রাখি মরন।

     অনুন্নত সমাজের হতচ্ছাড়া  মৌ বন !!