Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
আজ অমাবস‍্যার প্রহর
ডা.শামস রহমান ০৯ আষাঢ়'১৪২৯;ইং ২৩/০৬/২২
কোথায় সূর্য কে দেখেছে কিরণ এপার আলোকিত নয়কারও গ্রহণ লেগেছে,কেউ গোগ্রাসে গিলে এমনই মজা নেয়!কাল যেমনটি ছিলে আগামীতে রইবে,কেউ দেখবে না ফিরেহাহুতাশ যতই…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


আজ অমাবস‍্যার প্রহর


ডা.শামস রহমান 

০৯ আষাঢ়'১৪২৯;ইং ২৩/০৬/২২


কোথায় সূর্য কে দেখেছে কিরণ 

এপার আলোকিত নয়

কারও গ্রহণ লেগেছে,কেউ গোগ্রাসে 

গিলে এমনই মজা নেয়!

কাল যেমনটি ছিলে আগামীতে রইবে,

কেউ দেখবে না ফিরে

হাহুতাশ যতই থাক না ভুবনে,হেঁকে ঢাক 

বাজায় জোরেশোরে!


চন্দ্র ঘিরে আজ অমাবস‍্যার প্রহর 

রাত কাটবে না আর বিলাপে

ওকে বলো না মিছে কথাগুলো আর 

বলবে না সংলাপে।

শ্রাবণ যেমন ছিল ফাগুনও তেমনই 

সবকিছুতেই প্রতিক্রিয়া 

ভালো আর মন্দের তফাৎটা জেনেছি

জোর করে কি বলবে হিয়া?


আজ এমনই দিন রাত্রি আঁধারিতে

ফারাক নেই অষ্টপ্রহর

কার গান গাই কারে খুশী করি দেখি

চারিদিকে অবিমৃশ‍্যকারী!

কবিতায় কথা বলা কবির মতে চলা,

এমনতো কোনদিন হবে না

তবু ভাবে ভাষায় ফুরায় না কবি,থাকে 

কাব‍্য গাথায় বঞ্চনা!


এমনি দিন যায় সাঁঝ নেমে আসে,কবি 

রাতদুপুরে জেগে রয়

মনের সাথে মিতালি তারার গীতালি, 

প্রভাতের ফুলে কথা কয়!

এ এমন ভালোবাসা ছাড়া যায়না নেশা, 

যতই ফেলো বাঁধায়

কবি আর কবিতা যেন সখ‍্যতার ডোরে

লিখে অদম‍্য পিপাসায়!


এই সেই জনপদ ফেলে যাবে সব,আর

পড়বে না পদচিহ্ন

মুখর সে পৃথিবী ছিল সংসার,সুখ বলে 

আমায় ফেলে যাসনে।

কথায় বলে মন থাকলে পিরীতি রতন, 

ধ‍্যানে প্রাজ্ঞ জনা

সময় থাকতে বুনবে যতনে,শস‍্য শ‍্যামলে 

ভরবে দানা!


#Shams Rahman.