Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম -- ঠিকানা বিহীন পথকলমে -- সীমা রায়২৪/০৬/২০২২
আমি আপন মনে দেখেছি সূর্য ডুবতে ,যেখানে পাহাড় ঘেঁসে সন্ধ্যা আসে তেড়ে -------আরও দেখেছি জমকালো অন্ধকার !পথ - বাঁকা পথে ঘুরে ঘুরে !!
আমি খুঁজেছি সুখের কিনারা ,…

 


সৃষ্টি সাহিত্য যাপন


শিরোনাম -- ঠিকানা বিহীন পথ

কলমে -- সীমা রায়

২৪/০৬/২০২২


আমি আপন মনে দেখেছি সূর্য ডুবতে ,

যেখানে পাহাড় ঘেঁসে সন্ধ্যা আসে তেড়ে -------

আরও দেখেছি জমকালো অন্ধকার !

পথ - বাঁকা পথে ঘুরে ঘুরে !!


আমি খুঁজেছি সুখের কিনারা ,

বেঁধেছি অধরা চোখের চাহনি ---

ছুটেছি একেলা দুর দুরান্তর !

নিষ্ফল সব , কিছুই মেলেনি !!


আমি হেরে যাইনি এখনও ,

যেতে যেতে হইনি তবুও ক্লান্ত ----

হারিয়ে যেতে দেখেছি এই ধুলো মাখা শহর !

হয়েছি  বার বার দিক ভ্রান্ত !!


ভূলিনি এখনও ভাবনার তাল ,

অমোঘ স্বপ্নগুলো আকাশে বিলীন হতে দেখেছি ----

আরো দেখেছি অনুভূতির খেলা গভীর হৃদয়ের কোনে !

চলতে চলতে আবার ফিরে এসেছি !!


জীবন তরীর ছেড়া পালে ,

সুদূরে খুঁজে চলেছি নিজ বাসা ------

ঠিকানাবিহীন পথে ছিটকে পড়ে প্রান !

হয়তো কোনদিন কাটবে প্রহর পুরাবে উদাসী আশা !!