Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   শুধু তারই অপেক্ষায়কলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৭ , ০৫ , ২০২২
তোমার যা দেবার সব দিয়েছ উজাড় করে অশরীরীভাবে--তুমি জানো না ;আমার যা পাবার সব পেয়েছি না চেয়েই পেয়েছি অনেক অধিক ,দু'হাত শূন…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   শুধু তারই অপেক্ষায়

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৭ , ০৫ , ২০২২


তোমার যা দেবার সব দিয়েছ উজাড় করে 

অশরীরীভাবে--তুমি জানো না ;

আমার যা পাবার সব পেয়েছি 

না চেয়েই পেয়েছি অনেক অধিক ,

দু'হাত শূন্য রেখে নিশ্চুপ বোধের ভিতরে ।

আমি পেয়েছি যা যা--সব তার 

গ্রহণও করেছি--আমি যা ঠিক তেমন করে ।

আমি পেয়েছি নিভৃতের নিজস্ব একটা পৃথিবী 

আমার নিভৃত মনের তুলিতে চিত্রিত ।


তেমনই পেয়েছি বহু রঙের একটা আকাশ ,

কখনো নির্মল নীল --কখনো সিঁদুর রঙে রাঙা ,

কখনো দুধ-আলতা আবীরে মাখামাখি  ,

কখনো বা শ্রাবণ-মেঘে কালো ।

কখনো তার নীল সাগরে দেখেছি 

সাদা মেঘের ভেলা ,সাদা মেঘের দ্বীপ ,

সাদা মেঘের পাহাড় ,

কখনো বা সন্তরণশীল শ্বেতপারাবতের ঝাঁক ;

তেমনই কখনও ঊর্মিল হরিৎ সাগর ,

কখনো দিগন্তহীন হিরণ্য-পারাবার ।

আমি পেয়েছি নদী-সাগর-পাহাড়-অরণ্য

ফুল-পাখি , ফুলে ফুলে প্রজাপতি ,

গুনগুন মৌমাছি ইত্যাদি আরও কত কী ।


তেমনই আমি দাঁড়িয়ে আছি বহু মানুষের ভিড়ে ,

নিত্যদিনের বহু ব্যস্ততা ও বহু কোলাহল ,

বহু কান্নার মাঝে  , ট্রেনে-বাসে-গ্রামে-শহরে,

ক্ষেতে-খামারে , বন্দরে-কারখানায় ,

তেমনই হাটেবাজারে-অফিসপাড়ায় ।

আমি আছি মানুষের দুঃখে-শোকে , অসুখেবিসুখে নৃত্যেগীতে-উৎসবেপার্বণে-আনন্দে-উল্লাসে ।

সকলের সাথে থেকে পেয়েছি সকলের ভাষা ,

যে ভাষায় আমি নিত্য কথা বলি--কথা লিখি ,

গান বাঁধি--গান গাই , তুমি জানলে না ।

আজ ভুবন আমার কথার ফুলে ভরা ;

পাহাড়ে অরণ্যে অজস্র কথার ফুল ফোটে ,

রাতের সারা আকাশ জুড়ে কথার মাণিক জ্বলে ,

জোনাক-ডানায় কথার মাণিক চমকায় ।

নদী-সাগরের ঢেউয়ের মাথায় --পাতায় ঘাসে ,

শিশিরে শিশিরে কথার মাণিক ঝলে ।


আমার অভাব নাই কিছু  , 

যদিও আমার বলে যা পেয়েছি--সেই

এত পাওয়ার আড়ালে যে সেই তুমি ,

তুমি জানো না , আমার নীরব বীণা তা' জানে ।

আজ অনেক পাওয়ার ভারে আমি ক্লান্ত ,

আমি তাই তোমার সকল দেওয়া 

তোমাকেই দিয়ে সম্পূর্ণ রিক্ত হতে চাই ।

সেই রিক্ততার আনন্দের সন্ধানেই

জীবনের এই উপান্ত বেলায় আমি তোমাকে খুঁজি ,

যে তোমাকে এতকাল বৃথাই খুঁজেছি

নক্ষত্রলোকে--অযুত নক্ষত্রের ভিড় ঠেলে ।

আজ সেই তুমি শুধু একটিবার 

তোমার তেমন শূন্য তরী ভেড়াও আমার ঘাটে , 

আজ আমি সেই সকল নিয়েই বসে আছি

শুধু তারই অপেক্ষায় ।

------------------------------------------------------------------