Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জয়েন্টে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান দখল করল কোলাঘাটের সৌম্যপ্রভ দে, বাড়িতে খুশির হাওয়া

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটউচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর আজ ছিল জয়েন্ট পরীক্ষার ফলাফল। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কোলাঘাট থার্মাল পাওয়ার হাইস্কুলের ছাত্র সৌম্যপ্রভ দে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান দখল করে সবাইকে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর আজ ছিল জয়েন্ট পরীক্ষার ফলাফল। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কোলাঘাট থার্মাল পাওয়ার হাইস্কুলের ছাত্র সৌম্যপ্রভ দে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান দখল করে সবাইকে চমকে দিল। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ৪৯০ পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থানে যখন করেছিল। এবার জয়েন্ট পরীক্ষায় রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান দখল করে নিজের বিকাশ আরো একবার প্রতিষ্ঠিত করল। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীতে থাকেন। ছাত্রের এহেন রেজাল্ট এর জন্য স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, সহকারি প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত , অতিথি শিক্ষক সুকুমার মাইতি সহ প্রত্যেকটি শিক্ষক তার এই রেজাল্টের জন্য গর্বিত। স্কুলের পক্ষ থেকে সৌম্যপ্রভ দে কে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। ছেলেদের চমৎকৃত রেজাল্টের জন্যে বাবা বলরাম দে ও মা কাকলি দে নিজেদের মধ্যে মিষ্টিমুখ করা থেকে অন্যান্যদের মিষ্টিমুখ করাচ্ছে। জেলার মধ্যে এই কৃতী ছাত্র কে অভিনন্দন বার্তা আসছে প্রশাসনিক থেকে অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে।