Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাসা'র উদ্যোগে দুদিনের মোটরসাইকেল রাইড .

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস্ এসোসিয়েশন (মাসা)-এর উদ্যোগ বৃহস্পতিবার ভোরে শুরু হলো দু-দিনের বিশেষ মোটর সাইকেল রাইড।মাসা'র এবারের রাইডের গন্তব্য দীঘা ও পার্শ্ববর্তী এলাকা। &…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস্ এসোসিয়েশন (মাসা)-এর উদ্যোগ বৃহস্পতিবার ভোরে শুরু হলো দু-দিনের বিশেষ মোটর সাইকেল রাইড।মাসা'র এবারের রাইডের গন্তব্য দীঘা ও পার্শ্ববর্তী এলাকা। "গাছ বাঁচান,প্রাণ বাঁচান" এই বার্তাকে সামনে রাখে শুরু হওয়া এই রাইডে অংশ নিচ্ছেন মাসার পাঁচ সদস্যের একটি দল। এই দলে রয়েছেন মাসার সম্পাদক আকাশ গাঙ্গুলি, সদস্য শুভরঞ্জন সিনহা, শুভাশীষ গাঙ্গুলী, সৌমেন্দ্রনাথ বেরা, নরসিংহ দাস প্রমুখ।


বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সামনে থেকে এই রাইড শুরু হয়। রাইটারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মাসার সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।রাইড শেষে শুক্রবার সন্ধ্যায় মাসার সদস্যরা মেদিনীপুরে ফিরবেন।