Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাইস মিলের দূষিত জলে একাধিক কচ্ছপের মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। হাতিয়ার গ্রাম, আলুয়া, বলাগেড়িয়া, শ্রীচন্দনপুর, এইসব গ্রামের এলাকা দিয়ে যেসব খাল গেছে বা ছোট নয়নজুলি গুলো রয়েছে চাষের জমির পাশে। জানা যায়…



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। হাতিয়ার গ্রাম, আলুয়া, বলাগেড়িয়া, শ্রীচন্দনপুর, এইসব গ্রামের এলাকা দিয়ে যেসব খাল গেছে বা ছোট নয়নজুলি গুলো রয়েছে চাষের জমির পাশে। জানা যায় পাশেই রয়েছে একটি রাইস মিল, অনুমান করা যায় ওই রাইস মিলের ধান ভেজানো দুর্গন্ধ পচা জল প্রতিনিয়িত খালে বিলে বেরিয়ে যায়। ফলে ওই জমিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রচন্ডভাবে মাছ, কচ্ছপ চাষের জমিতে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর কচ্ছপ মারা যায়। এই নিয়ে গ্রামবাসীরা প্রচন্ডভাবে উত্তপ্ত হয়ে পড়ে। তারা জানান রাইস মিল তার নির্দিষ্ট কোনো পরিকাঠামো ছাড়া খালে বিলে এই জল আসাতে আজকে প্রাকৃতিক ধ্বংস হতে চলেছে। অবিলম্বে যদি এর কোন ব্যবস্থা না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।