Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিষয় :-কবিতা, শিরোনাম:-সাগরের বুকে, কলমে:-রতন পাল, তারিখ:-০২/০৭/২০২২
নীলে রঙ মাঝে উজাড় হচ্ছে কোটি শত স্বপ্নগুলো, ভাঙা গড়া খেলা কি এ নেশায় নেই তার চালচুলো। শুধুই সুখের হাতছানি দেয় ঢেউ এর সপনে ভেসে, পলকে দিগন্ত-রে…



সৃষ্টি সাহিত্য যাপন
বিষয় :-কবিতা, শিরোনাম:-সাগরের বুকে,
কলমে:-রতন পাল,
তারিখ:-০২/০৭/২০২২

নীলে রঙ মাঝে উজাড় হচ্ছে কোটি শত স্বপ্নগুলো,
ভাঙা গড়া খেলা কি এ নেশায় নেই তার চালচুলো।
শুধুই সুখের হাতছানি দেয় ঢেউ এর সপনে ভেসে,
পলকে দিগন্ত-রেখায় হারায় বেলাশেষে ঠিক এসে।

নীল দিগন্তে সে স্পর্শকাতর সাগরের নীলে মিশে,
সোহাগ যত ই থাকুক সেথায় হিসেবের বিষে পিষে।
পরশে আবেগ মূহুর্তে মিলোয় সাগরের নীল রঙে,
সফেদ ফেনিলে ভরে যায় আরো ইচ্ছে খুশির ঢঙে।

সাগরের বুকে এইতো জীবন ভাঙাগড়ার এ খেলা,
কখনো নীরব ও নিথর না হওয়া ইচ্ছে খুশির-ই ভেলা,
ভেসেই সে চলে অনন্ত স্রোতে কলরবে রণ-মাঝে,
যুদ্ধ যেথা শির উঁচু করে তুলে না থামারই সুরে বাজে।   

প্রকৃতির কোলে ডুবে গিয়ে তরী রঙের ফোয়ারা তোলে,
কখনো আকাশে উড়বে বাতাস ও বজ্রানলের দোলে।
সচকিত হলে মন ভোমরাও লিখে রাখে আঁকিবুঁকি,
বাহুবানল সে রঙমশালে আলো দিয়েও যাবে সে উঁকি।

সৈকতে ঢেউ আছড়ালে ভেঙে ঝিনুকের বসে মেলা,
নানান রঙের বাহারে গড়া সে কেউ করেনা ও  অবহেলা।
নুড়ি পাথর ও ঝিনুক কুড়ানো বেলা সাঝে স্মৃতি গাঁথে,
পেয়ে হারানো-ব্যথা না পাওয়া প্রেমের বিরহেতে জাগে সাথে।

               ==================