Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা লেখনী আসরশিরোনাম --ইচ্ছে ছিলকলমে --বিউটী সরখেল বাগচীতাং --০৪/০৭/২২
মন অনেক কথা বলতো বা বলে,আপনার মনে আপন বেগে চলে।কোনো কথা, কোনো বাঁধন মানে না,ইচ্ছে মত চলনা কেবল আর কিছু না।ছোট্ট জীবন তরী বয়ে চলে গেছে,ইচ্ছে গুলো মাথায…



 দৈনিক সেরা লেখনী আসর

শিরোনাম --ইচ্ছে ছিল

কলমে --বিউটী সরখেল বাগচী

তাং --০৪/০৭/২২


মন অনেক কথা বলতো বা বলে,

আপনার মনে আপন বেগে চলে।

কোনো কথা, কোনো বাঁধন মানে না,

ইচ্ছে মত চলনা কেবল আর কিছু না।

ছোট্ট জীবন তরী বয়ে চলে গেছে,

ইচ্ছে গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে।

ইচ্ছে ছিলো তোমাকে ভালোবেসে,

আপন মনে আপন খেয়ালে আকাশে।

স্বপ্ন ছিল না কোনদিন উচ্চবিত্ত হবো,

অল্প পেয়ে, ভালোবেসে জীবন কাটাব।

সেটুকু সুযোগ তুমি দিলে না মোরে,

চলে গেলে অকাতরে আঁখির আড়ালে।

 তুমি আছো মহাসুখে অট্টালিকায়,

 কেমন আছি অভিলাষ নাহি তোমায়।

 জানি না , বুঝিনা পর পার কেমনতর

 বেদনা যাহা কিছু দিয়ে গেলে অকাতরে।

 হলো না ভালোবাসা, পূরণ ইচ্ছে অন্যতম,

 স্মৃতির পাতায় রয়ে গেল,ঝরা পাতা সম।

 তবু ও ভালোবাসি তোমায় ভুলি নাই কভু

 চিরদিন রয়েছো জুড়ে , হৃদয়ে মনে প্রভু।

 পরজন্ম বলে যদি কিছু রহে এই সৃষ্টিতে

 সেদিন না হয় মেটাবো ,ভরাবো ঝুলিতে।

               @@@বি,এস,বি