Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত কাউন্সিলর রাহুল নাগের স্মৃতিতে চতুর্থবর্ষ রক্তদান শিবির

মেদিনীপুর পুরসভার প্রয়াত কাউন্সিলর, সমাজসেবী তথা মেদিনীপুরের নির্ণয় হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল নাগের স্মৃতিতে রাহুল নাগ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে চতুর্থ বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের রবীন্দ…

 


মেদিনীপুর পুরসভার প্রয়াত কাউন্সিলর, সমাজসেবী তথা মেদিনীপুরের নির্ণয় হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল নাগের স্মৃতিতে রাহুল নাগ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে চতুর্থ বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে নাগদের বাসভবনে আয়োজিত এই শিবিরে চার জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়া।


প্রদীপ প্রজ্জ্বলন ও রাহুল নাগের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। স্মৃতি রক্ষা কমিটির পক্ষে শিবিরে সবাইকে স্বাগত জানান প্রয়াত রাহুল নাগের স্ত্রী শ্রাবণী নাগ ও কন্যা শ্রীজিতা নাগ সরখেল। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শিক্ষারত্ন অমিতেশ চৌধুরী, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,শিক্ষারত্ন গৌতম বোস, প্রধান শিক্ষিকা রুমা ঘোড়াই, মেদিনীপুর কলেজের অধ্যাপক সৈকত সরকার, রাহুল বাবুর জামাতা রুপেশ সরখেল,রক্তদান আন্দোলনের নেতৃত্বদ্বয় অসীম ধর ও জয়ন্ত মুখার্জি, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক,প্রধান শিক্ষক সূভাষ জানা,প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রলয় বিশ্বাস, শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু, শিক্ষিকা শবরী বসু, শিক্ষিকা সবিতা মান্না, সমাজসেবী শিক্ষক সুব্রত মহাপাত্র, সমাজকর্মী অভ্রজ্যোতি নাগ, ।


সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী নন্দলাল ভকত, সমাজসেবী বিশ্বজিৎ কুন্ডু, সমাজসেবী রাহুল কোলে, কবি শিক্ষিকা অর্পিতা কুন্ডু, গায়ক শিক্ষক কিংশুক রায়, শিক্ষক সুমনজিৎ দে, শিক্ষিকা মৌসুমী চৌধুরী, শিক্ষিকা পৌষালী সাহা, শিক্ষিকা নিবেদিতা দরিপা সহ অন্যান্যরা।

সবুজায়নের বার্তা দিতে রক্তদাতা ও অতিথিদের মেহগিনি চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়।শিবির সুন্ঠভাবে সম্পন্ন হওয়ায় স্মৃতি সমিতির পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শিক্ষিকা শ্রাবণী নাগ ও শ্রীজিতা নাগ সরখেল।

রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। স্মৃতি রক্ষা সমিতির পক্ষে জানানো হয়, রক্তদান শিবিরের পাশাপাশি আরও কিছু সমাজসেবা মূলক কাজ তাঁরা প্রতিবছর করে থাকেন এবং এইকাজ তাঁরা আগামীদিনেও চালিয়ে যাবেন।