Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের শিক্ষামূলক কর্মশালা শেষ হলো

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফোরাম,ও কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়ার কলকাতা শাখার যৌথ উদ্যোগে কোলাঘাট উপ নগরীতে 'এডুকেটিং দ্য এডুকেটর…



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফোরাম,ও কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়ার কলকাতা শাখার যৌথ উদ্যোগে কোলাঘাট উপ নগরীতে 'এডুকেটিং দ্য এডুকেটর' শীর্ষক শিক্ষা বিষয়ক এক কর্মশালা রবিবার শেষ হলো। শনিবার থেকে চলছিল এই কর্মশালা। পূর্ব মেদিনীপুর জেলার বাছাই করা১৬টি বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। শিক্ষার মূল্যবোধের বিকাশের উপর গুরুত্ব দিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পূর্ব পাঁশকুড়ার বিধানসভার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী , কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের জেনারেল ম্যানেজার অপু মজুমদার ,সৌমেন দাস, পিকে ঘোষ, কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত এবং আরো বিশিষ্ট গুণীজনেরা।