তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা এক দিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্টের ফ্লাট থেকে টাকার পাহাড় অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে 496 দিন ধরে রোদে বৃষ্টিতে মেধা তালিকায় থাকা যুবক যুবতীরা।পাপ কার।মেধাহীন দের চাকরি দিয়ে মেধাবান দের বঞ্চিত…
![]() |
মোনালিসা দাস |
তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা
এক দিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্টের ফ্লাট থেকে টাকার পাহাড় অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে 496 দিন ধরে রোদে বৃষ্টিতে মেধা তালিকায় থাকা যুবক যুবতীরা।
পাপ কার।মেধাহীন দের চাকরি দিয়ে মেধাবান দের বঞ্চিত করে কি বার্তা দেওয়া হলো।পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দেওয়ার খবর তো আগেই হাইকোর্ট থেকে জানা গেছে।পরীক্ষা না দিয়ে ও মেধা তালিকায় জায়গা।
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে পাহাড় প্রমান টাকা পাওয়া যাওয়ায় তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন।পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনের একাধিক বাড়ির কথাও নজরে এসেছে।
এর মধ্যে আবার ও এক মহিলার কথা উঠে এসেছে।তিনি মোনালিসা দাস।কলেজের প্রফেসর।তাঁর সঙ্গে ও পার্থ যোগ উঠে আসছে বলে অভিযোগ ।তিনিও একাধিক সম্পত্তির অধিকারী বলেও অভিযোগ। প্রাক্তন শিক্ষা মন্ত্রীর হাত ধরেই তাঁর পদোন্নতি বলেও কথা উঠেছে।
যদিও মোনালিসা দেবী এই সব অভিযোগ অস্বীকার করেছেন।বলেছেন ওনাকে চিনতাম শিক্ষা মন্ত্রী হিসাবে। এর বেশি কিছু নয়।
অর্পিতা মুখোপাধ্যায় কে গ্রেপ্তারের পর তিনি বলেন আমি নির্দোষ। এসব বিজেপির চাল।
তৃনমূল দল এখনো পর্যন্ত কোন দায় নেয়নি এই ঘটনার।জানিয়েছে এটি এখনো প্রমানিত সত্য নয়।
পথে ঘাটে মানুষের প্রশ্ন এতো টাকা এলো কোথা থেকে।21 কোটি টাকা ঘরে থাকার পরেও অর্পিতা মুখোপাধ্যায় কি করে বলেন তিনি নির্দোষ।
বিজেপির রাজ্য সভাপতি বলেন এই টাকা উনি পেলেন কোথা থেকে।সেটি বললেই বোঝা যাবে টাকার উৎস কি।
পাহাড় প্রমান টাকা উদ্ধারের পর পরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছেন বিরোধী দল।
পার্থ চট্টোপাধ্যায়ের শারিরীক অসুস্থতার কারনে তাঁকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এস এস কে এম হাসপাতালের 18 নং বেডে তাঁর চিকিৎসা চলছে।
ডাক্তার স্বরূপ মন্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
সাধারণের প্রশ্ন বার বার এভাবে অভিযুক্তরা হাসপাতালে ভর্তি হতে পারেন,সাধারনের কপালে তা জোটে না।
তৃনমূল দলের পক্ষে কুনাল ঘোষ বলেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ এখনো প্রমানিত নয়।তাই দল আজও তাঁর পাশেই আছে।আজও কুনাল দলের পক্ষে সপাটে ব্যাট করে গেলেন।
পাহাড় প্রমান টাকা তো হিমশৈলের চূড়া মাত্র। বিরোধীদের অভিযোগ এস এস সি দুর্নীতি তে একুশ কোটি নয় আরো কোটি কোটি টাকা লুটপাট হয়েছে।
ধর্না মঞ্চ থেকে মেধা তালিকায় থাকা যুবক যুবতীরা বলছেন এই টাকা উদ্ধার হওয়ায় তাঁরা যে সত্য বলেছেন সে কথা প্রমানিত।
এখন তো কোর্ট তদন্ত করবেন।সরকার কেন আমাদের চাকরি দিতে টালবাহানা করছেন।আমাদের ভবিষ্যত নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।
বিজেপির দিলীপ ঘোষ জানান এক জন মন্ত্রী নয়,একাধিক মন্ত্রী ও তৃনমূল কর্মী এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন।