Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে শুরু হল বিনাব্যায়ে শবদেহবাহী গাড়ি পরিষেবা

বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: জন্ম মৃত্যু মানুষের জীবনের অবধারিত পরিণতি বা অঙ্গ‌ ।কেউ প্রয়াত হলে তার শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রবিবার চালু হল নতুন শবদেহবাহী গাড়ি। বলাকা সংস্থার উদ্যোগে একটি প…


বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: জন্ম মৃত্যু মানুষের জীবনের অবধারিত পরিণতি বা অঙ্গ‌ ।কেউ প্রয়াত হলে তার শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রবিবার চালু হল নতুন শবদেহবাহী গাড়ি। বলাকা সংস্থার উদ্যোগে একটি প্যাটেল চালিত শবদেহবাহী গাড়ি চালু ছিল। নতুন গাড়িটি হল মোটর চালিত তিন চাকার যান। এটির উদ্যোগ নিয়েছে উপাসনা গ্রুপ। এই উপাসনা গ্রুপের কর্ণধার সুব্রত মাইতি বলেন,কোলাঘাট এবং আশপাশের এলাকায় কারুর  স্বাভাবিক প্রয়াণের ঘটনা ঘটলে আমরা সম্পূর্ণ বিনাব্যায়ে বা নিখরচায় শ্মশান যাত্রার জন্য  এই পরিষেবা দেওয়ার চেষ্টা করব।এর জন্য নির্দিষ্ট ফোন নং ঘোষনা করা হয়েছে। ফোন করে জায়গার নাম এবং সঠিক সময় জানালে আমরা গাড়ি পাঠিয়ে দেব। উদ্বোধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সমাজকর্মী অসীম দাস বলেন, " এই উদ্যোগ গ্রহণ করে উপাসনা এক দৃষ্টান্ত স্থাপন করল। এই মহৎ ভাবনা ও উদ্যোগের জন্য  শ্মশান যাত্রায় কোলাঘাটবাসীর  নিকটজনের বিয়োগান্তর মত দুঃখজনক মুহূর্তে অনেক উপকার হবে। 

উপাসনা গ্রুপের প্রাণপুরুষ সাধন মাইতি বলেন, 

কেবল এই শ্মশান যাত্রার গাড়িই নয়, 

কোলাঘাটের  খড়িচকে রূপনারায়ণের পাড়ে অন্যতম শ্মশানঘাটির প্রশস্ত নদীঘাট, সারা প্রাঙ্গণ কংক্রিট এবং শ্মশানের পবিত্রতা বজায় রাখতে একটি সুদৃশ্য পাকাপোক্ত দেবালয়  ও শৌচালয় নির্মাণের কাজও শুরু করা হয়েছে।