Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দৌপদ্রী মুর্মু শুধু এক নাম নয়,অনন্য নজির ভারতের ইতিহাসে।

তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা: দৌপদ্রী মুর্ম। ভারতবর্ষের আজ রাষ্ট্রপতি। উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে দিল্লির রাইসিনা হিলস।চলার পথটি সহজ ছিল না জনজাতি থেকে উঠে আসা এই অদম্য সাহসী মহিলা টির কাছে।কিন্তু এগিয়ে চলা জীবনে কোন বাঁধাই যে বাঁধা নয়,…

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা: 

দৌপদ্রী মুর্ম। ভারতবর্ষের আজ রাষ্ট্রপতি। উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে দিল্লির রাইসিনা হিলস।

চলার পথটি সহজ ছিল না জনজাতি থেকে উঠে আসা এই অদম্য সাহসী মহিলা টির কাছে।কিন্তু এগিয়ে চলা জীবনে কোন বাঁধাই যে বাঁধা নয়,তা তিনি আজ প্রমান করে দিলেন।রোলিং স্টোন গ্যাদার নো মস।

 ২০০৯সালে এক পুত্রের মৃত্যু। ২০১৩পুত্র ও স্বামীর মৃত্যুর পরেও তিনি ছিলেন নিজ কর্তব্যে অবিচল।মানুষের সাথে মানুষের পাশে।

কাউন্সিলর থেকে পৌর মাতা।উড়িষ্যা সরকারের মন্ত্রী। ঝাড়খন্ডের রাজ্যপাল।তার মুকুটে হাজারো মুকুট শোভিত।

রাষ্টপতি ভোটে বিরোধী প্রার্থী কে হারিয়ে আজ তিনি রাষ্ট্রপতি। সংবিধানের রক্ষক।ভারতবর্ষের ইতিহাসে সর্ব কনিষ্ঠ রাষ্টপতি ৬৪ বছর বয়সে।

আদিবাসী সমাজ থেকে উঠে আসা দৌপদী মুর্ম শুধু ভারতবর্ষের রাষ্টপতি নয়,তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

দৌপদ্রী মুর্মু শুধু এক নাম নয়,অনন্য এক নজির ।পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসা এক মহিলা। যিনি উড়িষ্যার জঙ্গল মহল থেকে রাইসিনা হিলসে পা রাখলেন অদম্য সাহস ও তেজ কে সঙ্গী করেই।

অনন্য নজির তো বটেই।