Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন্মদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে প্রত্যন্ত গ্রাম গঞ্জে তুলে ধরার মধ্য দিয়ে দলের শ্রীবৃদ্ধি ঘটানোর আহ্বান নেতৃত্বদের

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাটআদর্শ ,নিষ্ঠা, এবং ভাবাদর্শকে সামনে রেখে  প্রত্যন্ত গ্রাম গঞ্জে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  চিন্তাভাবনা কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে দলের  শ্রীবৃদ্ধি ঘটানোর আহ্বান জানালেন  রাজ্য …

 





বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট

আদর্শ ,নিষ্ঠা, এবং ভাবাদর্শকে সামনে রেখে  প্রত্যন্ত গ্রাম গঞ্জে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  চিন্তাভাবনা কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে দলের  শ্রীবৃদ্ধি ঘটানোর আহ্বান জানালেন  রাজ্য ও জেলার নেতৃত্বরা । বুধবার ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২২ তম জন্ম দিবস। তমলুক  জেলা পার্টির অফিস সহ তমলুক সংগঠনিক জেলার বিভিন্ন স্থানে আজকের দিনটি পালন করল দলীয় কর্মীরা। জেলা পার্টি অফিসে রাজ্য সম্পাদক নবারুণ   নায়েক জেলা সভাপতি তপন ব্যানার্জি সহ-সভাপতি হরেকৃষ্ণ বেরা সহ  জেলার দলীয় নেতৃত্ব দের উপস্থিতিতে  দলীয় কর্মীদের উদ্দেশ্য জানান দিল ভারতবর্ষের এই   বৃহত্তম  দলের বৈশিষ্ট্য হচ্ছে  দলের  শৃঙ্খলা বোধ।  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়  শৃঙ্খলা বোধ কে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতেন। কর্মীদের সেই পথ অনুসরণ করতে  হবে। তমলুক নগর মন্ডলের সভাপতির সুকান্ত চৌধুরী বলেন ২০টি ওয়ার্ডের মধ্যে ১৬টি  ওয়ার্ডে আজকের দিনটি পালন করা হয়।  তমলুক পৌরসভার বিভিন্ন স্থানে মলয় সিনহা , অঞ্জন প্রামানিক, সোমা দে,   প্রমূখ নেতৃত্বরা উপস্থিত  ছিলেন । শহীদ মাতঙ্গিনী ব্লকে সহদেব সামন্ত, মধু মন্ডল  বামদেব গুছাইত,  উপস্থিত ছিলেন। কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারেও আজকের দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক ,তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, বিশ্বজিৎ মন্ডল ,তাপস পাএ নব ভক্তা প্রমূখ নেতৃত্ব  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 

চিন্তাভাবনার  প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তর  আলোচনা করতে দেখা যায় । পাঁশকুড়া নগর মন্ডল এর উদ্যোগে ও আজকের দিনটি পালন করা হয় বলে  তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কোষাধ্যক্ষ জগদীশ প্রামানিক জানান। শুভেচ্ছা গেস্ট হাউসে জেলা ও  ব্লক নেতৃত্বরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন কে সামনে রেখে কার্যকরীনি সভায় উপস্থিত হয়ে আগামী পুরসভা জন্য প্রস্তুতি  নেওয়ার আহ্বান জানান।