২১শের ভোট পরবর্তী হিংসা মামলা এখন কোর্টে বিচারাধীন যার তদন্ত করছে সিবিআই।সেই সব ঘটনার মৃত্যু থেকে আক্রমণ,মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় সব দাপুটে তৃণমূল নেতাদের নামে। সামনে ২৩ নির্বাচন তার আগে গ্রাম বাংলা ও নিজেদের প্রত…
২১শের ভোট পরবর্তী হিংসা মামলা এখন কোর্টে বিচারাধীন যার তদন্ত করছে সিবিআই।
সেই সব ঘটনার মৃত্যু থেকে আক্রমণ,মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় সব দাপুটে তৃণমূল নেতাদের নামে।
সামনে ২৩ নির্বাচন তার আগে গ্রাম বাংলা ও নিজেদের প্রতিরোধের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নিয়ে এমন ভাবনা বিজেপির।
"বৃহস্পতিবার কর্মসূচি শেষে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার বেকারত্ব জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এই মুখ্যমন্ত্রী থাকলে আর কেউ চাকরি পাবে না। বাংলার পুলিশ ভাইপোর জন্য ৪হাজার, পিসির জন্য ৭ হাজার মোতায়েন থাকে। বাকি গুন্ডাদের দিয়ে শুভেন্দু অধিকারী সহ বিরোধীদের আটকানোর জন্য লাগিয়েছে। তাই বাংলায় খুন ধর্ষণ বেড়েছে। সর্ব ভারতীয় বিজেপির নির্দেশ প্রতি বিধায়ক ২৫টি বুথে যাওয়ার কথা বলেছে। এবং প্রতি সাংসদ ১০০বুথে যাওয়ার জন্য বলেছে যাতে জনসংযোগ বাড়ে। আমরা আজ এই সব বুথ ঘুরলাম বিধানসভার ভোটে এই সব বুথে ভোট কম কেন ছিল তার খোঁজ খবর করলাম। আগামী ১মাসেই মধ্যে বাকি বুথ গুলো কভার করবো।কেন্দ্রীয় সরকারি প্রদত্ত প্রকল্প পেয়েছে কি পায়নি তার তালিকাও তৈরি করেছি আমরা বাকি থাকলে আরো করবো। আবু তাহের প্রসঙ্গে বলেন কোর্ট নিয়ে মন্তব্য করবো না তবুও বলবো হিন্দু দেবব্রত মাইতি খুনের ঘটনায় এরা যুক্ত তাই যাবদ জীবন এবং কঠিন শাস্তি হওয়া উচিত।তৃণমূল কংগ্রেস পুরো দল তাই হিন্দু বিরোধী দল।"