Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার কোলাঘাট থানায় মহুয়া মৈত্রের নামে এফআইআর দায়ের হলো

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাটমহুয়া মৈত্র বাঙালির হিন্দু দেবী কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাঙালির ভাবাবেগে আঘাত করেছে। সমালোচনা থেকে শুরু করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিভিন্ন দিক থেকে উঠছে। রাজ্যজুড়ে বিভিন্নস্থানে থানায়…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট

মহুয়া মৈত্র বাঙালির হিন্দু দেবী কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাঙালির ভাবাবেগে আঘাত করেছে। সমালোচনা থেকে শুরু করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিভিন্ন দিক থেকে উঠছে। রাজ্যজুড়ে বিভিন্নস্থানে থানায় থানায় এফআইআর দায়ের হচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে দাবি করা হচ্ছে বাঙালির ভাবাবেগকে ক্ষুন্ন করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মহুয়া মৈত্র কে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার করার পর পূর্ব পাঁশকুড়া বিধানসভার পক্ষ থেকে এবার কোলাঘাট থানায় এফআইআর দায়ের করা হলো। কোলাঘাট থানা চত্বরে বিজেপি কর্মীরা মহুয়া মৈত্রের নামে স্লোগান দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। প্রশাসন বিষয়টি না দেখলে আগামীদিনের বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলেও বিজেপির নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়েছে। উপস্থিত ছিলেন দেব কুমার ব্যানার্জি, অর্ঘ্য ভট্টাচার্য্য, দেবব্রত পট্টনায়েক, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তুষার দোলুই প্রমূখ নেতৃত্ব। কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বিশেষ কারণে বাইরে থাকায় ডিউটি অফিসার এফআইআর গ্রহণ করে।