Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারত-বাংলাদেশ সীমান্তে মার্কিন ডলার সহ মহিলা গ্রেফতার

দেবাঞ্জন দাস, ২৩ জুলাই: ২২শে জুলাই বর্ডার চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার কর্মীরা ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করে।   বিএসএফের মহিলা প্রহরী দ্বারা তল্লাশির সময় ওই মহিলার কাপড়ের ভিতর থেকে একটি প…



 
দেবাঞ্জন দাস, ২৩ জুলাই: ২২শে জুলাই বর্ডার চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার কর্মীরা ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করে।
  বিএসএফের মহিলা প্রহরী দ্বারা তল্লাশির সময় ওই মহিলার কাপড়ের ভিতর থেকে একটি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট থেকে ১৯৭০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে যার ভারতীয় বাজারে মূল্য ১৫,৭২,৮৪৮/- টাকা। মহিলা পাচারকারী ভারত থেকে এই মুদ্রা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

 গ্রেফতার মহিলা জানায়, সে নিজের বাড়িতে গৃহস্থালির কাজ করে, অর্থ উপার্জনের জন্য সে চোরাচালানের কাজে লিপ্ত হয়। সে জানায়, বিএসএফের ডিউটি ​​লাইন অতিক্রম করে এই প্যাকেটটি এক চোরাকারবারির হাতে তুলে দিতে হতো। এই কাজের জন্য সে ১০০০/- টাকা পেতো। আটক মহিলা ও বাজেয়াপ্ত মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।