Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫ গবাদিপশু সহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ

দেবাঞ্জন দাস: ২৭ জুলাই: ২৭ শে জুলাই মালদা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন সীমা চৌকি নিমতিতা, অ্যাডহক ব্যাটালিয়নের বোট টহল দল গঙ্গা নদীতে একজন পাচারকারীর কবল থেকে ৫ টি গবাদি পশুকে মুক্ত করেছে। 
 ২৩ বছর বয়সী চোরাকারবারি এসব গবাদ…

 



দেবাঞ্জন দাস: ২৭ জুলাই: ২৭ শে জুলাই মালদা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন সীমা চৌকি নিমতিতা, অ্যাডহক ব্যাটালিয়নের বোট টহল দল গঙ্গা নদীতে একজন পাচারকারীর কবল থেকে ৫ টি গবাদি পশুকে মুক্ত করেছে। 


 ২৩ বছর বয়সী চোরাকারবারি এসব গবাদিপশু গুলো গঙ্গা নদীতে নামিয়ে নদী দিয়ে পাচারের চেষ্টা করছিল। উল্লেখযোগ্য যে গঙ্গা নদী ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে পৌঁছায়। 


 আজকাল বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে গঙ্গা নদীর জল বৃদ্ধি পেয়েছে, যার সুযোগ নিয়ে সীমান্ত এলাকার চোরাকারবারীরা তৎপর হয়ে উঠেছে। বিএসএফ চোরাকারবারীদের প্রতিটি পদক্ষেপ নস্যাৎ করতে গঙ্গায় বোট টহল দল মোতায়েন করেছে। গ্রেফতারকৃত পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সমশেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।