Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনকবিতা -ঝগড়া কলমে -নূপুর রায় তারিখ - ১৫/০৭/২২
ছোটবেলার ঝগড়া ছিলো একটু অন্য রকম দিনের পর দিন চলতো তখন মুখ বাঁকানোর রকম। 
তারপরেতে শুরু হতো মুখ ঘুরিয়ে থাকা মাঝে মাঝে আড়চোখেতেতার দিকেতে দেখা। 
একটা সময় ভুলে গেলাম ঝগড়…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

কবিতা -ঝগড়া 

কলমে -নূপুর রায় 

তারিখ - ১৫/০৭/২২


ছোটবেলার ঝগড়া ছিলো 

একটু অন্য রকম 

দিনের পর দিন চলতো তখন 

মুখ বাঁকানোর রকম। 


তারপরেতে শুরু হতো 

মুখ ঘুরিয়ে থাকা 

মাঝে মাঝে আড়চোখেতে

তার দিকেতে দেখা। 


একটা সময় ভুলে গেলাম 

ঝগড়া কাকে  বলে 

বন্ধুরা সব হারিয়ে গেলো 

ছেলেবেলার পরে। 


বড়োবেলার  ঝগড়া হলো 

মান অভিমান ভরা 

কারণ থাকে ভুলবোঝা আর 

অন্যকে  ঈর্ষা করা। 


ঝগড়া যখন মিটে যায় 

মনটা হয় হাল্কা,

পাথর চাপা বুকের ভিতর 

হাওয়া লাগে দমকা। 


বাঁচতে গেলে ঝগড়া  হবে 

এটাই হলো কথা 

ঝগড়া আবার মিটেও যাবে 

ঘুচবে  মনের ব্যাথা।