Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম :- ভালোবাসিকলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়তারিখ :- ১৫/০৭/২০২২
দুধ জোছনার রুপোলি আলোয় ভরা পূর্ণিমা নিশি।অরুণ রাঙা প্রভাত বেলায় নীল পদ্মের হাসি,স্নিগধ পবনে ভেসে আসা শিউলি ফুলের গন্ধ,'খেজুর পাতার নু…



 সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম :- ভালোবাসি

কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়

তারিখ :- ১৫/০৭/২০২২


দুধ জোছনার রুপোলি আলোয় ভরা পূর্ণিমা নিশি।

অরুণ রাঙা প্রভাত বেলায় নীল পদ্মের হাসি,

স্নিগধ পবনে ভেসে আসা শিউলি ফুলের গন্ধ,

'খেজুর পাতার নুপুর পায়ে' নজরুল গানের ছন্দ।

নির্জন দুপুরে বিন্তি মাঠে ডাহুক পাখির ডাক,

শান্ত পল্লীর পথে ভেসে আসা ফেরিওলার হাঁক।

নীরব রাতে একলা ঘরে গোলাম আলি খানের গজল,

চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় বাহারি আলোয় পাগল।

শালের নাচন, শিবের গাজন,নট্ট কোম্পানির যাত্রা,

ভাজা মৌরলা, কাঁচাআম বাটা, রাগ প্রধানের মাত্রা।

মায়ের স্নেহ, বাবার শাসন, বা বোনদের ভাই ফোঁটা,

পরবাসে থাকা প্রেমিকার কণ্ঠে অভিমানের খোঁটা।

ঝর ঝর শ্রাবনের ধারা, ভাসা কৈ, ব্যাঙ ডাকা নিশি,

ড্যাং পটা ড্যাং বাদ্যি, শিউলি পলাশ আর বসন্ত ভালোবাসি।