Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
ভালো লাগে না     মৈত্রেয়ী     ১৫.৭.২২     @@@@@@@@@@     কথার পিঠে কথা ভাজতে     হাসির পিঠে চেপে হাসতে..     ভাবনার পিছে ছুটতে     বর্ষার মেঘে ভাসতে..     ভালো লাগে না আর।     শব্দের সঙ্গে ছুটতে..     সময়ের হ…



সৃষ্টি সাহিত্য যাপন


ভালো লাগে না

     মৈত্রেয়ী

     ১৫.৭.২২

     @@@@@@@@@@

     

     কথার পিঠে কথা ভাজতে

     হাসির পিঠে চেপে হাসতে..

     ভাবনার পিছে ছুটতে

     বর্ষার মেঘে ভাসতে..

     ভালো লাগে না আর।

     

     শব্দের সঙ্গে ছুটতে..

     সময়ের হাত ধরে থাকতে..

     ভালো লাগে না আর।

     

     ইচ্ছে করে না আর চোখে কাজল পড়তে;

     ইচ্ছে করে না আর প্লিট করে শাড়ি পড়তে;

     ইচ্ছে করে না আর গুছিয়ে কথা বলতে;

     ইচ্ছে করে না আর কৃত্রিমতার ছবি আঁকতে...

     ভালো লাগে না আর।

     

    আগের মত জানতে ইচ্ছে করে না আর 

    কেমন তুমি আছো জানতে...

    এখনো কি ভোর হলে ব্যালকনিতে

     দাড়াওতুমি..... ঠিক আগে মত !

    ইচ্ছে করে না জানতে।।

    

    স্নানের আগে চা খাওয়ার অভ্যাস আছে তো!

    চায়ের কাপের তুফানে এখন ঝাপসা সব ছবি।

    গুচ্ছ গুচ্ছ দীপ জ্বেলে 

    এখন আর অপেক্ষা কর না তুমি।

    তাও ইচ্ছে করে না জানতে।

    

    আমার কথা তুমি ভাবো কিনা!

    মঙ্গল কামনা করো কিনা!

    কখনো ইচ্ছে করে না জানতে।

    আর প্রথম থেকে ভাবতে ইচ্ছে করে না।

    ফুরিয়ে গেল জানার ইচ্ছেটাও..

    বুঝলে....!!!!!!!