Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতার জন্মদাগ***************ধ্রুবজ্যোতি ঘোষ
******************কবিতা তুমি মুছে ফেল তোমার জন্মদাগ,তুমি কেন হবে প্রেমের নিঃশুল্ক বিজ্ঞাপন? তোমার ঠিকানা কেন হবে শুধু গজদন্ত মিণার? তুমি কেন শুনবে মুখ বুজে 'ফুলে…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিতার জন্মদাগ

***************

ধ্রুবজ্যোতি ঘোষ


******************

কবিতা তুমি মুছে ফেল তোমার জন্মদাগ,

তুমি কেন হবে প্রেমের নিঃশুল্ক বিজ্ঞাপন? 

তোমার ঠিকানা কেন হবে শুধু গজদন্ত মিণার? 

তুমি কেন শুনবে মুখ বুজে 'ফুলের ঘায়ে মূর্ছা যায়' বারবার? 


তুমি নাকি ভাসিয়ে দাও তোমার ইচ্ছে নাও 

যেখানে দিগন্ত আঁকে শুধুই রামধনু,

তুমি নাকি লজ্জাবতী লতা হয়েই থাকতে চাও,

কেননা তোমার হাতে নেই ভুবনের 

গন্ধমাদন ভার!


তোমাকে আমি দেব অন্য রুমাল,

যে মুছে দেবে তোমার এই জন্মদাগ,

যে করাবে মনে

পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি,

আমি চির বিদ্রোহী-বীর,

আমি ঝড়ের পাখি পেট্রেল,

ও আলোর পথযাত্রী এখানে থেমোনা!


তুমি কেন কান্না মোছাবে

সেই প্রেমিকার 

যে পাল্টায় প্রেমিক 

মাসে তিনবার?

বিশ্বাস হয়েছে ডোডো পাখি বহুকাল।


তুমি কি ভুলে গেছো অমৃতা বলেছিল তোমাকে

মাংসের দোকানের মনহীন নারীর কাছে সঁপে দিতে নিজের সারা জীবনের অর্জিত সম্মান!


তুমি কি গেছ ভুলে 

সব শাসকরাই ভালোবাসে

ভালো ভালো প্রেমের কবিতা,

স্টেনগান ভাবলেশহীন শোনে ভালবাসার বাধ্য জয়গান!


তাই তোমাকে আমি দেব অন্য রুমাল 

যে দেবে মুছে তোমার কল্পিত জন্মদাগ।