সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম# অভিমানকলমে# তৃপ্তি রায়চৌধুরী১৫/০৭/২০২২🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আভিমানের ও হয় অভিমানরাখেনা খোঁজ কেউসমুদ্রের তীরে এসেওফিরে যায় ঢেউ।
সমুদ্র ফেরায় তাকে কালের নিয়মেজমেছে অভিমান তাইকঠোর সংযমে।
জমতে জমতে…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম# অভিমান
কলমে# তৃপ্তি রায়চৌধুরী
১৫/০৭/২০২২
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আভিমানের ও হয় অভিমান
রাখেনা খোঁজ কেউ
সমুদ্রের তীরে এসেও
ফিরে যায় ঢেউ।
সমুদ্র ফেরায় তাকে
কালের নিয়মে
জমেছে অভিমান তাই
কঠোর সংযমে।
জমতে জমতে তারা
পাহাড় প্রমাণ
একদিন ছুঁয়ে যাবে
ঐ আসমান।
কৃষ্ণের তরে ছিল
রাধার অভিমান
দেব_দেবী বলেই তাঁরা
আজ উপাখ্যান।
মানবী হৃদয় ও জেনো
নয়তো পাথর
অভিমানে পূর্ন হয়
প্রতিটি পাঁজর।
সমুদ্রের বুকে ঐ
সূর্যের ঢল
গোধূলি আলোয় নামে
নৈস্বর্গিক পল।
গোধূলির তরে দেখো
সমুদ্র অপেক্ষারত
সূর্য বিনা তার ও যে
অভিমান শ্বাশ্বত।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹