Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশুধু একটিবারকলমে - চিত্রা মুখার্জী২২/০৭/২০২২
দিনে দিনে কেটে গেল কতগুলো বছর,একই জায়গায় থেকে।সেই চেনা পথ, চেনা অলিগলি হেঁটে চলি কতবার অকারণে।
গাছ, নদী, পথ, ছায়াসবই চলে পাশে পাশে,শুধু তুমি নেই সাথে।
আচ্ছা, একবারও …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শুধু একটিবার

কলমে - চিত্রা মুখার্জী

২২/০৭/২০২২


দিনে দিনে কেটে গেল কতগুলো বছর,

একই জায়গায় থেকে।

সেই চেনা পথ, চেনা অলিগলি

 হেঁটে চলি কতবার অকারণে।


গাছ, নদী, পথ, ছায়া

সবই চলে পাশে পাশে,

শুধু তুমি নেই সাথে।


আচ্ছা, একবারও কি আসতে ইচ্ছে হয় না

চেনা সেই পুরোনো পথে?

নাকি সবটুকু উজার করে দিয়েছ নতুন সংসারে?


মনে পড়ে , সন্ধ্যার সেই গঙ্গার ধার?

জানো, সব এখনও আছে

 একিই রকম ভাবে।

একটিবার পারো না আসতে

তোমার সাজানো সংসার ফেলে

ঐ গঙ্গার ধারে?

শুধু একটিবার দেখবো তোমায়

দু চোখ ভরে।