Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
চাতকের মন বিন্দুতে সিন্ধু
ডা.শামস রহমান ০৮ শ্রাবণ'১৪২৯;ইং ২৩/০৭/২২
সে ডাক দিয়ে গেল এসো আমার ঘরে,সরবে মিলনমেলায়কোনো কবিতার জন্ম প্রকৃতির স্বপ্নে,গ্রাম ছাড়া কি পূর্ণতা পায়!মাটির সাথে মিশে আছে জন্ম জীবন,দিনে দ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


চাতকের মন বিন্দুতে সিন্ধু


ডা.শামস রহমান 

০৮ শ্রাবণ'১৪২৯;ইং ২৩/০৭/২২


সে ডাক দিয়ে গেল এসো আমার ঘরে,

সরবে মিলনমেলায়

কোনো কবিতার জন্ম প্রকৃতির স্বপ্নে,

গ্রাম ছাড়া কি পূর্ণতা পায়!

মাটির সাথে মিশে আছে জন্ম জীবন,

দিনে দিনে মহীরুহ হয়

কেমন করে তারে ভুলতে পারি সেই তো

আমার পরিচয়।


তোমার মতো করে কে বলতে পারে 

মনের কথা যতো

সাঁঝ ফুরালে আঁধারে জোনাক দেখো 

জোছনা তারার মতো!

এমন হতো গল্পগুলো যতো বন পাহাড় 

ডিঙিয়ে যেতো

শেষ হতো না পথচলা কখনো,আবার 

ফিরে আসতে!


সেই দিনগুলো আজও মনে পড়ে সাথী,

আল বেয়ে গাঁয়ের পথচলা

কবিতা আজ আমার কল্পনাতে,দেখেছি 

ছোট্টবেলা!

আলোকিত মনে দৃষ্টিতে ধরা দেয় নব নব 

সৃষ্টিধারা

চাতকের মন বিন্দুতে সিন্ধু দৈন‍্যতা খুঁজে

পায় সরা!


ধ্বংসের সাথে সৃষ্টি আছে,দেখবে না 

যারা চোখে 

তোমাদের পৃথিবীকে সালাম বারবার 

কেনো মানুষ হারায় বিবেক?

ঈশান কোণে দেখা যায় সূর্যটা কাছে,

তাই বুঝি খরতাপ

নষ্ট করলো কে প্রকৃতিকে আজ মরণের 

অভিশাপে!


কবিতার প্রেমে পড়ে বুকে ধরে,যাকে 

বলো ভালোবাসা

কবি দেখে মানব ফুল প্রকৃতিতে মিশে 

আছে কতটুকু তার আশা!

কি হতে পারতো পারেনি সফল হতে,

চায় যতদিকে বুক ভরে

অনুকম্পা নয় তারে সাহস সঞ্চারও,

দাও মনের মতো করে!


#Shams Rahman.