Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবার11/7/2022কবিতা:- বিনিদ্রা   টুয়া চক্রবর্ত্তী______________ও খুকু, তোর চোখে ঘুম আসুক নেমে,রাত পরীরা স্বপ্ন চাদর বিছিয়ে দিক তোর শরীরে; তুই বড্ড একারে খুকু!অভাগী তুই মাকে হারিয়ে।জীবনের লম্বা পথটি পরে আছে- অদৃশ্য…

 


সৃষ্টি সাহিত্য পরিবার

11/7/2022

কবিতা:- বিনিদ্রা

   টুয়া চক্রবর্ত্তী

______________

ও খুকু, তোর চোখে ঘুম আসুক নেমে,

রাত পরীরা স্বপ্ন চাদর বিছিয়ে দিক তোর শরীরে; 

তুই বড্ড একারে খুকু!

অভাগী তুই মাকে হারিয়ে।

জীবনের লম্বা পথটি পরে আছে- 

অদৃশ্য কাঁটা অনেক পথে ঘাটে,

সংগ্রামের দীর্ঘ রাস্তা বাকী এখনও! 

তোর প্রাণ রক্ষার্থে বাবা আজ আকূল;

ও খুকু, বাবা তোর পাশেই আছে সর্বদা।

তবে তোর মায়ের জায়গা কেউ নিতে পারবে না,

মায়ের আদরের বিকল্প হয় না!

মায়ের সাথে কাটানো কিছু সময় তোর--

সবই স্মৃতির পাতায় লেখা তোর জীবনে।

মা'কে হারানোয় চোখের জল সয় না তোর,-

বাগ মানে না উপচে পড়া মনের ব্যথা-

বিনিদ্র রজনীতে অশ্রুসিক্ত বালিশ;

অন্ধকার রাতের নিঝুমতা জানে সেই কষ্ট! 

ও খুকু, তোর বেদনার সমব্যথী তোর বাবাও!

তোর জীবনের সুখ দুঃখ সব বাবাকে ঘিরে।

ও খুকু,তুই বাবাকে সব কাজ থেকে ছুটি দে-

ও খুকু, বাবা যে তোর সাথে থাকার করেছে অঙ্গীকার।

তুই ঘুমা খুকু, চুপটি করে চোখ বন্ধ রেখে;

বাবা তোর মাথায় হাত বুলিয়ে দেবে,

কাঁদিস না আর খুকুরে-

নয়ন-জল মুছে ফেল;

ঘুমের ঘোরে মায়ের সাথে স্বপ্ন দেখ,

দুর্ভাগ্য সময়ের ঘুমে তোর শরীর শ্রান্ত টলমল,

ও খুকু, সব ভুলে থাকতে তোর ঘুম চাই!

রাতের গভীর ঘুমে শীতল কর নিজের মনকে।।