Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : অগোচরেকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২১ , ০৭ , ২০২২
ঢিল ছুঁড়লে পুকুরে তরঙ্গ লাগবেই,ইন্ধনটা তখন বাইরের ; ঠিক তেমনইদেশ জুড়ে আগুন লাগলে পরেওযদি ভাবি ইন্ধনটা নিছকই বাইরের ,অঙ্কটা মিলবেই বলা যাব…



 সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : অগোচরে

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২১ , ০৭ , ২০২২


ঢিল ছুঁড়লে পুকুরে তরঙ্গ লাগবেই,

ইন্ধনটা তখন বাইরের ; ঠিক তেমনই

দেশ জুড়ে আগুন লাগলে পরেও

যদি ভাবি ইন্ধনটা নিছকই বাইরের ,

অঙ্কটা মিলবেই বলা যাবে না।

কারণ , ভূকম্পনের উৎস থাকে ভূগর্ভের 

অনেক গভীরে এবং ঠিক তেমনই 

অনেক আগুনের উৎসও থাকে অন্ধকারে ;

আমাদের রক্তের ভিতরে ক্ষেত্র প্রস্তুত ,

সামান্য একটা দেশলাইকাঠির শুধুই অপেক্ষামাত্র ।


যতদিন গল্প থাকবে দেবভূমি স্বর্গের

মর্তে থাকবে না মর্তের গল্প ,

যতদিন তাকিয়ে থাকব উপর পানে

নিচের পানে চোখ নামাব না,

যতদিন বুকে পাথর ভাঙবে ত্রাস 

ঠিক ততদিন স্বর্গ থাকবে এবং

ছেঁড়াছিঁড়িও থাকবে বানানো গল্প নিয়ে ,

তেমনই ব্যবধানও থাকবে আসমানে জমিনে ।

সম্মুখে যতই হাসি না কেন 

দন্তবিকশিত হাসি , বিষদাঁত রেখেই হাসব ;

গলাছেড়ে যতই গাই সম্প্রীতির গান ,

ছাইভস্মের নিচে আগুনটা ঠিক থাকবেই ।


যতদিন ডানার নিচে গুটিয়ে থাকব

ডানায় আকাশের রং মাখব না ,

সাগরের গান কানে শুনব না

অচলায়তনের প্রাকারের উচ্চতা কেবলই বাড়াব ,

চোখ থাকতেও থাকব অন্ধ হয়ে

কান থাকতেও বধির হয়ে থাকব ,

ঠিক ততদিন আগুনটাও থাকবে আড়ালে ।

আমাদের মনের হিমরক্তে যতদিন না

আঁচ লাগবে , অনেক কান্নার বুকে

যতদিন পাহাড়ের 'পরে পাহাড় উঠবে ,

ঠিক ততদিন আগুন নিভবে না ;

ততদিন তরল লাভার আন্দোলনও থাকবে

সবার অগোচরে , মৃত্তিকার অতলান্তিক গভীরে ।

-------------------------------------------------------------------

,