Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা শিরোনাম – হারিয়ে যাওয়া    কলমে - সিদ্ধার্থ লাহিড়ী  
গাছেরা যেমন পাতা ঝরায়কোনো এক বিশেষ মরশুমেআমাদের জীবনও ঝরে যায়চোখ বুজে থাকি নিশ্চিন্ত ঘুমেজীবনের পথে কখনো পথ হারাই যদিপথের খোঁজে যদি আসে ক্লান্তিমোহনায়…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিতা 

শিরোনাম – হারিয়ে যাওয়া   

 কলমে - সিদ্ধার্থ লাহিড়ী  


গাছেরা যেমন পাতা ঝরায়

কোনো এক বিশেষ মরশুমে

আমাদের জীবনও ঝরে যায়

চোখ বুজে থাকি নিশ্চিন্ত ঘুমে

জীবনের পথে কখনো পথ হারাই যদি

পথের খোঁজে যদি আসে ক্লান্তি

মোহনায় মিশে স্রোত হারায় নদী

পেতে চায় স্রোতহীন শান্তি

বুকের গভীরে লুকানো যত ক্ষত

ভুলে যাওয়া পুরোনো দিনের কথা

তোমার সাথে হেঁটেছি কত পথ

ভুলতে না চাওয়া কিছু ব্যথা

বাঁশি সঙ্গীত হারা কণ্ঠ আজ রুদ্ধ

বারে বারে আসি তব দুয়ারে

বেগবতী নদীও আজ হয়ে গেছে স্তব্ধ

যতবার পেয়েছি ততবার ফেলেছি হারায়ে।