Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা: শপথে রাঙাই তরবারি ✍ সঞ্জয় কুমার পাল তারিখ: ২৪/০৭/২০২২ ইংরেজী।*****************************কতো অনাচার কতো অবিচারজনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ,জ্বালানি, বিদ্যুতের  নিত্য সঙ্কট আর  তীব্র  মূল্যস্ফিতিতে------খেটে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা: শপথে রাঙাই তরবারি 

✍ সঞ্জয় কুমার পাল 

তারিখ: ২৪/০৭/২০২২ ইংরেজী।

*****************************

কতো অনাচার কতো অবিচার

জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ,

জ্বালানি, বিদ্যুতের  নিত্য সঙ্কট 

আর  তীব্র  মূল্যস্ফিতিতে------

খেটেখাওয়া মানুষেরা হচ্ছে পিষ্ট।


 মধ্যবিত্ত পরিবার আছি মহা দুর্ভোগে

  কোন জবাব দিহিতা কোথাও নেই,

কান ঝালাপালা শুনে বানানো অজুহাত 

    মানবো না আমরা তা কিছুতেই। 


দিনে দিনে চরম মূল্য দিচ্ছি আমরা

ভবিষ্যতের পানে তাকিয়ে থেকে,

   সব আশা ভরসা নিরাশ হচ্ছে 

   সহিষ্ণুতার পাল্লা যাচ্ছে বেঁকে।


  কেউ গড়ছে  টাকার পাহাড় 

     থাকছে বিশাল প্রাসাদে,

গরীবের মাথায়  কাঁঠাল ভেঙে 

নির্দোষ কে জড়াচ্ছে অপরাধে।


আর কতো আমরা ধোঁকা খাবো

   বঞ্চিত হাতগুলি হলে মুষ্টিবদ্ধ,

সব অন্যায়  অবিচার ভেসে যাবে

  হয়তো শুরু হবে ন্যায়ের যুদ্ধ। 


জনগণের শক্তি কখনো পরাস্ত হয় না

    গর্জে উঠুক বন্দুক মেশিনগান,

অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ঝান্ডা উড়িয়ে 

     বঞ্চিত জনতা গায় জয়গান। 


এসো বঞ্চিত নিপীড়িত জনগণ 

     শপথে রাঙাই তরবারি,

আর মানবো না কোন অজুহাত

 দুর্নীতিবাজদের সংহার করি।

            ***********