Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে ৪৯ কেজি গাঁজা আটক করেছে

দেবাঞ্জন দাস, ২৬ আগস্ট: বিএসএফ আলাদা আলাদা ঘটনায়, চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে ৪৯ কেজি গাঁজা জব্দ করেছে।
  প্রথম ঘটনায়, ২৫ আগস্ট সীমান্ত চৌকি সুতিয়া, ১০৭ ব্যাটালিয়ন, সেক্টর কৃষ্ণনগরের জওয়ানরা জোরালো সংবাদের ভিত্তিতে…



দেবাঞ্জন দাস, ২৬ আগস্ট: বিএসএফ আলাদা আলাদা ঘটনায়, চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে ৪৯ কেজি গাঁজা জব্দ করেছে।


  প্রথম ঘটনায়, ২৫ আগস্ট সীমান্ত চৌকি সুতিয়া, ১০৭ ব্যাটালিয়ন, সেক্টর কৃষ্ণনগরের জওয়ানরা জোরালো সংবাদের ভিত্তিতে কাজ করে তাদের দায়িত্বের এলাকা থেকে ২১ কেজি গাঁজা জব্দ করেছে।


 অন্য ঘটনায় ২৫ আগস্ট বর্ডার চৌকি বালিয়াশিসা, ৮৬ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের এলাকায় চোরাচালানকারীদের কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। জোয়ানরা এলাকায় অ্যামবুশ লাগিয়ে অবরোধ শুরু করে। জোয়ানদের তাদের দিকে আসতে দেখে পাচারকারীরা অন্ধকার ও ঘন ঝোপের সাহায্যে নিয়ে পালিয়ে যায়। এলাকায় তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


 বাজেয়াপ্ত গাঁজা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যথাক্রমে বনগাঁ ও হুগলবেড়িয়া থানাতে হস্তান্তর করা হয়েছে।


 পাবলিক রিলেশন অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এক বিবৃতিতে বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। অফিসার কঠোর ভাষায় বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী কোন অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।