Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয় প্রাঙ্গণে ও সভাকক্ষে যথোচিত মর্যাদায় পালিত হলো মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির ৭৯ তম প্রতিষ্ঠা দিবস। এদিনের কর্মসূচির সূচনা লগ্নে র…


নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয় প্রাঙ্গণে ও সভাকক্ষে যথোচিত মর্যাদায় পালিত হলো মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির ৭৯ তম প্রতিষ্ঠা দিবস। এদিনের কর্মসূচির সূচনা লগ্নে রবীন্দ্র নিলয় প্রাঙ্গণে সমিতির পতাকা উত্তোলন,প্রদীপ প্রজ্জ্বলন , রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর সভাগৃহে সঙ্গীত, নৃত্য,আবৃত্তি ও স্মৃতি সমিতির ইতিহাস আলোচনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক কর্মসূচি শেষে রবীন্দ্র নিলয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী,সঙ্গীতগুরু জয়ন্ত সাহা,বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বিজ্ঞানী অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, চিত্রশিল্পীশিল্পী সুদীপ মাইতি,সঙ্গীত শিল্পী রথীন দাস, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও রবীন্দ্রানুরাগীবৃন্দ।

উল্লেখ্য ১৯৪৪ সালের ২৭ শে আগষ্ট মেদিনীপুর শহরের সরগম মোড়ের গুহ-রায় ভবনে রবীন্দ্র স্মৃতি সমিতি প্রতিষ্ঠিত হয়।