দাবি মত দূর্গাপুজোর চাঁদা দিতে অস্বীকার করায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকের পরিবারকে হেনস্থা, বাড়ি ছাড়া করার হুমকির অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে।
এমনকি ওই শিক্ষকের অনুপস্থিতে বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করেন চাঁদা আদায়কারীরা,…
দাবি মত দূর্গাপুজোর চাঁদা দিতে অস্বীকার করায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকের পরিবারকে হেনস্থা, বাড়ি ছাড়া করার হুমকির অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে।
![]() |
শিক্ষক নাড়ু গোপাল সামন্ত |
এমনকি ওই শিক্ষকের অনুপস্থিতে বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করেন চাঁদা আদায়কারীরা, না পেরে বাইরে থেকে তালাবন্ধ করে শিক্ষকের স্ত্রী ও দুই নাবালককে আটকে রাখার অভিযোগ।
পরে শিক্ষক বাড়িতে ফিরে তালা ভেঙে ঘরে ঢোকেন। এমনকি ঘটনার পর থেকে বাড়ির মালিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
![]() |
থানায় অভিযোগ দায়ের |
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ।
![]() |
রতিকান্ত সিমলাই, পুজো কমিটির প্রেসিডেন্ট |
ঘটনার নিন্দা করে স্থানীয় কাউন্সিলরের দাবি, দোষী কেউ হলে শান্তি পাবে।
![]() |
কানাই লাল দাস, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর |
রতিকান্ত সিমলাই। পুজো কমিটির প্রেসিডেন্ট।