Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডি আই এর কাছে বিজিটিএ এর বিভিন্ন দাবিতে ডেপুটেশন

আজ (১২/০৮/২০২২বিকেলে ০৪:৩০ টায় ) বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশন (BGTA) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে DI মহাশয়ের কাছে Register of Appointment (RoA) সংক্রান্ত সমস্যা সমাধানের দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। জেলার বিভিন্ন…

 


আজ (১২/০৮/২০২২বিকেলে ০৪:৩০ টায় ) বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশন (BGTA) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে DI মহাশয়ের কাছে Register of Appointment (RoA) সংক্রান্ত সমস্যা সমাধানের দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ থাকে, গত ২৬/০৭/২০২২মহামান্য কোলকাতা হাই কোর্টের রায় অনুযায়ী ২০১৬ সালের পূর্বে নিযুক্ত গ্রাজুয়েট টিচারদের কোনোভাবেই আপার প্রাইমারি স্তরে অবনমণ করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর গত 02/08/2022 তারিখে হাই কোর্টের রায় কে উপেক্ষা করে RoA কে পুনরায় কার্যকরী করার জন্য তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য 2019 সাল থেকে শিক্ষা দপ্তর কখনও ওয়েব এনাবলেড স্টাফ প্যাটার্ন, কখনও বা Udise ফিলাপের নাম করে গ্রাজুয়েট টিচারদের বিরুদ্ধে এই অবনমনের অপচেষ্টা করেই চলেছে। এদিন DI মহাশয় শিক্ষকদের সব দাবী-দাওয়া মনোযোগ সহকারে শোনেন। তিনি আশ্বাস দেন, এই ব্যাপারে আমাদের দাবীপত্র পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে দেবেন।*


*BGTA পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে শঙ্কর মান্না মহাশয় উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের উপস্থিতি ও সহযোগিতায় আজকের ডেপুটেশন কর্মসূচী সফল হয়েছে। এইভাবে আগামী দিন গুলিতে সক্রিয় ভূমিকা পালন করলে শিক্ষা দপ্তর গ্রাজুয়েট শিক্ষক বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করার সুযোগ পাবে না।*



*****************************

*BGTA পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি*