Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#শিরোনাম - পরজীবী#কলমে - © সমুদ্র সেন সুভাষ মিত্র✍#তারিখ - ২৪ /০৮/২০২২
পরজীবী উদ্ভিদ পরশ্রীকাতর হয়ে বাঁচার রসদকে ছাপিয়ে যেতে চাইলে একটু আধটু ছেঁটে দিতে হয়। নইলে মহিরুহের অবশ্যম্ভাবী অবক্ষয়! মহিরুহ জানে ক্ষয়…

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#শিরোনাম - পরজীবী

#কলমে - © সমুদ্র সেন সুভাষ মিত্র✍

#তারিখ - ২৪ /০৮/২০২২


পরজীবী উদ্ভিদ পরশ্রীকাতর হয়ে বাঁচার রসদকে ছাপিয়ে যেতে চাইলে একটু আধটু ছেঁটে দিতে হয়। 

নইলে মহিরুহের অবশ্যম্ভাবী অবক্ষয়! 

মহিরুহ জানে ক্ষয় রোধ করতে, 

জানে ছায়া দিতে, 

জানে শ্বাস বায়ু ছড়াতে--

পরজীবী শুধুই দেখনদারী , মহীরুহ না থাকলে সে তখন অস্তিত্বহীন। 

পর্ণমোচী পাতাঝরার শেষেও অপরাজিত , থাকেনা কোনো ঋণ। 

নব বসন্ত সমাগমে তার নব পল্লবের অঙ্কুরায়ণ উৎসব। 

পরজীবী বাড়বাড়ন্ত হলেই উৎখাত। 

সে যতই কৌলীন্য আশা করুক না কেন তার শেকড়ের ক্ষমতা নেই মাটির গভীরতা মাপার।

তবু প্রকৃতির বিচিত্র খেয়ালে মহীরুহ ও পরজীবীর সহাবস্থান, 

ভাবি পরজীবী নির্লজ্জ, কিন্তু না, 

এটা তার দুর্ভাগ্য, ক্ষণস্থায়ী ভুয়ো সৌন্দর্যে মশগুল সে!