Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-আমার অস্তিত্বকলমে -শিবানী সাহাতারিখ:-২৪/০৮/২০২২
সে দিন আর বেশি দেরি নেইতোমাদের ছেড়ে পরপারে যাব চলে।দেখতে দেখতে পেরিয়ে গেল কতগুলো বছরসত্তরের কোটা পেরিয়ে আজ আশির ঘরে,অচল অকর্মন্য দেহটাকে নিয়েচলাফেরা ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:-আমার অস্তিত্ব

কলমে -শিবানী সাহা

তারিখ:-২৪/০৮/২০২২


সে দিন আর বেশি দেরি নেই

তোমাদের ছেড়ে পরপারে যাব চলে।

দেখতে দেখতে পেরিয়ে গেল কতগুলো বছর

সত্তরের কোটা পেরিয়ে আজ আশির ঘরে,

অচল অকর্মন্য দেহটাকে নিয়ে

চলাফেরা করছি অতি কষ্টে কোনরকমে।

জানি সবাইকে ছেড়ে চলে যেতে হবে

তবুও যাবার কথা ভাবলে মন কেমন করে।

আমাকে তোমরা বিদায় দেবে অশ্রু জলে,

স্মৃতি স্বরূপ দেয়ালে রাখবে টাঙিয়ে

চলতে ফিরতে নজরে পড়বো তোমাদের,

বেঁচে থাকব সকলের অন্তরে চিরতরে।

চলে গিয়েও থেকে যাব মরণের পরে

তোমাদের মাঝে একান্ত আপন হয়ে।

থেকে থেকে আমাকে পড়বে মনে তোমাদের

সকল কাজে নানা আনন্দ অনুষ্ঠানে,

যে ভালোবাসা দিয়ে তোমাদের বেঁধে রেখেছিলাম

আমার অন্তরে নিকট আত্মীয় ভেবে,

সেই ভালোবাসার স্মৃতির সরণি বেয়ে

আমাকে পড়বে মনে মরনের পরে।