Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ #জীবনের পাঠশালা          কলমে #মৈত্রেয়ী               ২০.৮.২২জানা দরকার জীবন ও জীবনের কথা।নইলে বেঁচে থাকার অর্থ হবে তাৎপর্যহীন।একসময় থাকবো না আমরা।
চালতে ফুল শিশিরের জলে প্রত্যহ হবে স্নাত।পাখি …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃ #জীবনের পাঠশালা

          কলমে #মৈত্রেয়ী

               ২০.৮.২২

               

জানা দরকার জীবন ও জীবনের কথা।

নইলে বেঁচে থাকার অর্থ হবে তাৎপর্যহীন।

একসময় থাকবো না আমরা।


চালতে ফুল শিশিরের জলে প্রত্যহ হবে স্নাত।

পাখি ডাকবে প্রতিনিয়ত।

আকাশে শঙ্খ চিল উড়বে বিনা অনুমতিতে ই।


জীবন একদিকে অনন্ত, অন্যদিকে সীমিত।

সাহিত্যকে আঁকড়ে ধরে তাই অসীমের প্রেক্ষাপটে নিজেদের করি দাঁড়।

চিনতে শিখি এই বিস্তৃত পৃথিবীটাকে।


পাঠ গ্রহণ করি জীবনের পাঠশালা থেকে।

মানুষ শৃংখলমুক্ত প্রমিথিউস।

অডিসিয়াসের মতই সে দূরের অভিসারী।


তারা শংকরের কথায়..

 ‌ এই খেদ রইল মনে....

     জীবন এত ছোট কেনে!

সত্যি এই সংক্ষিপ্ত জীবন ও একটা উপন্যাসের মত।


সময় অনন্ত ,ব্যাক্তিগত ক্ষেত্রে সময় সীমিত।

জীবনের পাঠশালা থেকে প্রতিদিন 

প্রতি মুহূর্ত আমরা শিখি ।

ছোট্ট একটা পিঁপড়ের কাছ থেকেও আমরা জানতে পারি ;

ঝড়ের পূর্বাভাস সম্পর্কে আগাম সতর্কতা।