Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#তুমি_চাইলেই#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী#আগষ্ট_২৪_২০২২:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::💕💕💕
তুমি চাইলেই আমি তেপান্তরের মাঠ,তুমি চাইলেই আমি গোধূলির স্নিগ্ধতা;তুমি চাইল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#তুমি_চাইলেই

#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী

#আগষ্ট_২৪_২০২২

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::💕💕💕


তুমি চাইলেই আমি তেপান্তরের মাঠ,

তুমি চাইলেই আমি গোধূলির স্নিগ্ধতা;

তুমি চাইলেই আমি পাখিদের ঘরে ফেরা,

তুমি চাইলেই আমি এক আকাশ মুগ্ধতা।


তুমি চাইলেই আমি বদলাতে পারি আমায়,

তুমি চাইলেই আমি তোমাতেই হবো লীন;

তুমি চাইলেই আমি আবার বাঁচতে পারি,

তুমি চাইলেই আবার ইচ্ছেরা সব রঙিন।


তুমি চাইলেই মনে জোয়ার ভাটার টান,

তুমি চাইলেই আমার প্রেমিক প্রেমিক মন;

তুমি চাইলেই আমি ছাতিম গাছের ছায়া,

তুমি চাইলেই এ মন শান্তিনিকেতন।


তুমি চাইলেই আমি জোছনায় ভেজা আলো,

তুমি চাইলেই আমি তোমার চোখের ঘুম;

তুমি চাইলেই আমি উষ্ণতা তোমার ঠোঁটের,

তুমি চাইলেই আমি তোমার রাত্রি নিঝুম।


তুমি চাইলেই আমি উপন্যাসের পাতা,

তুমি চাইলেই আমি ক্যানভাসে তুলির টান;

তুমি চাইলেই আমি কবিতার যত ভাষা,

তুমি চাইলেই আমি ভালোবাসার গান।


তুমি চাইলেই আমি বৃষ্টি ভেজা দিন,

তুমি চাইলেই আমি শীতের জড়ানো চাদর;

তুমি চাইলেই আমি বসন্তের ফোটা ফুল,

তুমি চাইলেই আমি সোহাগ মাখানো আদর।


তুমি চাইলেই আমি দুঃখকে করি জয়,

তুমি চাইলেই আমার ঠোঁটের কোণে হাসি;

তুমি চাইলেই আমার একাকীত্বেও ভীড়,

তুমি চাইলেই আমি বলবো ভালোবাসি...

তুমি চাইলেই আমি বলবো ভালোবাসি...

তুমি চাইলেই আমি বলবো ভালোবাসি...।


         ::::::::::::::::::::::::::::::💕💕💕:::::::::::::::::::::::::::::