Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#গদ্য_কবিতা #অমর_প্রেম #সুশান্ত_ঘোষ
বদ্ধ জলাশয়ে ওরা সাঁতার কেটে মুক্তির স্বাদ খোঁজেউন্মুক্ত বাতাস ওদের কে হাত নেড়ে বিদায় জানায় ।ওদের একাকীত্ব ওদের স্বপ্নগুলোকে কালো পর্দার আড়ালে রেখে গুনগুন শব্দেনীরব ভালবাসা কে অভিবাদন করে জানান দ…

 


#গদ্য_কবিতা 

#অমর_প্রেম 

#সুশান্ত_ঘোষ


বদ্ধ জলাশয়ে ওরা সাঁতার কেটে মুক্তির স্বাদ খোঁজে

উন্মুক্ত বাতাস ওদের কে হাত নেড়ে বিদায় জানায় ।

ওদের একাকীত্ব ওদের স্বপ্নগুলোকে 

কালো পর্দার আড়ালে রেখে গুনগুন শব্দে

নীরব ভালবাসা কে অভিবাদন করে জানান দেয়

প্রেম হীন পৃথিবীর অন্ধকারে নিমজ্জিত ইতিহাস। 

ওরা কখনও কামদুনি কখনও বা হাঁসখালি তে 

লোলুপ নৃশংসতার মাঝে প্রেম খুঁজে বেড়ায়

ওই হিংস্র জানোয়ারগুলোর ব্যবহারের মাঝে ।

কখনও বা যৌথ সংসারের বাহিরে মানুষ হওয়া 

কোন সন্তানের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা

ব্যবহারের মাঝে খোঁজে ভালবাসা ও প্রেম হীন 

ব্যতিক্রমী হৃদয়ের ইতিহাসের পুনরাবৃত্তির কাহিনী। 

ওরা ভুলে যায় ভালবাসা কোন উপাদান নয়,

ভালবাসা এক মহান হৃদমাঝারে তৃপ্তির অনুভূতি। 

যেটা দুজন পুরুষ বা মহিলা যেই হোক না কেন 

মানুষের মধ্যে এক  অন্তর্নিহিত সুন্দর হৃদয়ের বন্ধন

যা সুস্থ স্বাভাবিক মননশীলতা নিয়ে একটা প্রাণবন্ত 

বন্ধুত্ব আর সারা জীবনের সুখ দুঃখের সাথী হওয়ার 

পরস্পরের সাথে আগামীর সৌন্দর্য্য ভাগের দৃষ্টান্ত। 

ভালবাসা ও প্রেম কোন শারীরিক সম্পর্কে শুধুমাত্র 

নিবিড়তায় আচ্ছন্ন কোন পরিসমাপ্তি নয় ।

প্রেম অমর সৃষ্ট এক গভীর অনুভূতি আবেগ সৌন্দর্য 

ও চিরকালীন দুটো মনের এক গভীর উপলব্ধি । 

তাই তো সুশান্ত ঘোষ এর "ধূমকেতু" উপন্যাসে

শুভময়কে হারিয়েও শারীরিক মিলনের সম্পর্কের বাহিরে শুভমিতা খুঁজে পায় তার মনের মানুষকে ওই

আকাশের তারাগুলোর মাঝে রাত্রির অন্ধকারেও ।

আর পালিত মেয়ে শুভশ্রীকে তৈরি করতে চায় তার 

স্বপ্নের পুরুষের মতো ফেলে আসা জীবনের স্মৃতিতে ।

ভালবাসা ও প্রেম চিরকালীন ; অসংখ্য কবি ও

সাহিত্যিকের লেখার মাঝে প্রেম অতীতে ছিল ; প্রেম বর্তমানে আছে ; ও প্রেম ভবিষ্যতেও থাকবে

একইভাবে হৃদয়ের গভীরে মানুষের হৃদমাঝারে । 


স্বত্ব সংরক্ষিত @everyone