Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বয়স্কদের জন্য ২০০ জোড়া নি ব্রেস বিতরণ করল হেল্পএজ ইন্ডিয়া

দেবাঞ্জন দাস , ৮সেপ্টেম্বর , কলকাতা: পিছিয়ে পড়া বয়স্ক মানুষদের জন্য কর্মরত অলাভজনক সংস্থা হেল্পএজ ইন্ডিয়া বীরভূমে একটি শিবিরের আয়োজন করে ২০০ জোড়া নি ব্রেস বিতরণ করেছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান…


দেবাঞ্জন দাস , ৮সেপ্টেম্বর , কলকাতা: পিছিয়ে পড়া বয়স্ক মানুষদের জন্য কর্মরত অলাভজনক সংস্থা হেল্পএজ ইন্ডিয়া বীরভূমে একটি শিবিরের আয়োজন করে ২০০ জোড়া নি ব্রেস বিতরণ করেছে।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং অন্যান্য ব্লক আধিকারিকরা। তাঁরা বয়স্কদের জন্য হেল্পএজ ইন্ডিয়ার সমস্ত উদ্যোগে যতদূর সম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ডাঃ বিজয় নায়েক মেডিকাল পরীক্ষা করার পর দুশো বয়স্ক মানুষকে বৃদ্ধ বয়সের সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটার সঙ্গে লড়াই করতে সাহায্য করার জন্য নি ব্রেস দেওয়া হয়। 


শর্মিলা মজুমদার, টেরিটোরি হেড – পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব, হেল্পএজ ইন্ডিয়া, এক বিবৃতিতে বলেন “নি ব্রেস শুধু চলাফেরা করতেই সাহায্য করে না, হাঁটুর ক্ষয়ও বন্ধ করে, যা চলতে থাকলে হাঁটু পরিবর্তন করার প্রয়োজন পড়ে। বয়স্কদের জন্য সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হল হাঁটুর ব্যথা। পেশিসন্ধিগুলোতে অত্যধিক চাপ পড়ার ফলে এই হাঁটুতে ব্যথা হয় এবং নিয়মিত চলাফেরায় সমস্যা দেখা দেয়। আমাদের লক্ষ্য এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে যত বেশি সম্ভব মানুষকে লাভবান করা, যাতে বয়স্ক মানুষরা কোনো ঝামেলা ছাড়াই তাঁদের হাঁটুর ব্যথার সঙ্গে লড়তে পারেন।”